আর্তচিত্কারের পর শ্মশানের নিঃস্তব্ধতা, প্রতিবেশীদের অনুমান সঠিক হয়ে গেল…

দক্ষিণ ২৪ পরগনা: ওঁদের বাড়িতে অশান্তি তো রোজকার ব্যাপার। বৃহস্পতিবার সন্ধ্যায় তাই প্রচণ্ড চিত্কার চেঁচামেচিতেও বিশেষ আমল দেননি প্রতিবেশীরা। কিন্তু টনক নড়ে শ্মশানের নিঃস্তব্ধতায়। হঠ্ করে সব কেন চুপ হয়ে গেল? বিপদ আঁচ করেই ঘরে উঁকি দিয়েছিলেন প্রতিবেশীরা। দৃশ্য দেখে স্থবির হয়ে যান তাঁরা। ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। ক্ষতবিক্ষত অবস্থায় মেঝেতে পড়ে স্ত্রী। মর্মান্তিক […]

আর্তচিত্কারের পর শ্মশানের নিঃস্তব্ধতা, প্রতিবেশীদের অনুমান সঠিক হয়ে গেল...
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2021 | 12:13 PM

দক্ষিণ ২৪ পরগনা: ওঁদের বাড়িতে অশান্তি তো রোজকার ব্যাপার। বৃহস্পতিবার সন্ধ্যায় তাই প্রচণ্ড চিত্কার চেঁচামেচিতেও বিশেষ আমল দেননি প্রতিবেশীরা। কিন্তু টনক নড়ে শ্মশানের নিঃস্তব্ধতায়। হঠ্ করে সব কেন চুপ হয়ে গেল? বিপদ আঁচ করেই ঘরে উঁকি দিয়েছিলেন প্রতিবেশীরা। দৃশ্য দেখে স্থবির হয়ে যান তাঁরা। ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। ক্ষতবিক্ষত অবস্থায় মেঝেতে পড়ে স্ত্রী। মর্মান্তিক ঘটনা বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের গরানবোস গ্রামে। মৃতের নাম কবিতা মণ্ডল (৪৮)।

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গরানবোস গ্রামের বাসিন্দা নীতিশ মন্ডলের সঙ্গে কাজ করা নিয়ে বচসা হয় স্ত্রী কবিতারl প্রতিবেশীরা বলছেন দীর্ঘদিনের দাম্পত্যে অশান্তি ছিল রোজকার ব্যাপার। নানা কারণেই খুঁটিনাটি অশান্তি লেগে থাকত। রবিবারও তাই হয়।

অভিযোগ, সেই সময় আচমকাই স্বামী ঘর থেকে কুড়ুল বার করে স্ত্রীর গলার কাছে কোপ বসিয়ে দেনl রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশl

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছেl স্ত্রীকে খুনের দায়ে আটক করা হয়েছে ঘাতক স্বামীকেl তবে প্রতিবেশীরা জানাচ্ছেন, মৃতার স্বামী গত কয়েক মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে খুনের অভিযোগে এক জনকে আটক করা হয়েছে। তাঁর কোনও মানসিক সমস্যা রয়েছে কিনা, তা পরীক্ষা করে দেখা হবে। আরও পড়ুন: গ্রাহকদের আধার ও প্যান কার্ড নকল করেই টাকা হাতিয়ে নিতেন অফিসার! রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেই অভিনব প্রতারণা