Calcutta High Court: ‘ব্যক্তিস্বার্থে ঘটানো হয় বিষ্ণুপুরের মতো ঘটনা’, অগ্নিমিত্রার বিরুদ্ধে FIR খারিজের ইঙ্গিত বিচারপতি মান্থার

Agnimitra Paul: বিধায়কের বিরুদ্ধে একাধিক এফআইআর করা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায়। সেই মামলায় অবশেষে স্বস্তি পেতে চলেছেন বিজেপি বিধায়ক।

Calcutta High Court: 'ব্যক্তিস্বার্থে ঘটানো হয় বিষ্ণুপুরের মতো ঘটনা', অগ্নিমিত্রার বিরুদ্ধে  FIR খারিজের ইঙ্গিত বিচারপতি মান্থার
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 2:15 PM

কলকাতা: বিষ্ণুপুরের গোলমালের ঘটনায় অবশেষে স্বস্তি পেতে চলেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। বিধায়কের বিরুদ্ধে একাধিক এফআইআর করা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায়। আগামী শুনানিতে সেই এফআইআর খারিজ করার ইঙ্গিত দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বৃহস্পতিবার বিচারপতি মান্থার এজলাসে স্বস্তির আশ্বাস মিলেছে। এই এফআইআর গুলির কোনও অর্থ নেই বলেই মন্তব্য করেছেন বিচারপতি।

বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, কোনও গোষ্ঠী বা দল নয়, এইসব গোলমাল তৈরি করার পিছনে ব্যক্তিগত স্বার্থ কাজ করে কিছু মানুষের। আর তাঁদের স্বার্থে বারে বারে পুলিশকে ব্যবহার করা হয়। দক্ষিণ ২৪ পরগনার সাগরে সব ধর্মের মানুষ মিলেমিশে একটি ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করেছিলেন, সেই উদাহরণ এদিন তুলে ধরেন বিচারপতি। তাঁর বক্তব্য, ‘এটাই আমাদের দেশ। এটাই গর্ব আমাদের। সেখানে বিষ্ণুপুরের মতো কিছু ঘটনা পিছন থেকে ঘটানো হয় ব্যক্তিস্বার্থে।’ ১৫ মে এই মামলার পরবর্তী শুনানি।

ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরে ৩০ মার্চ থেকে কয়েকদিন ধরে গোলমাল চলেছিল। এরপর বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তাঁর সমর্থকদের বিরুদ্ধে থানায় গিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। এরপরই মোট চারটি এফআইআর হয় বিধায়ক অগ্নিমিত্রার বিরুদ্ধে। এই নিয়ে নতুন করে অশান্তি যাতে না হয়, তা নিশ্চিত করার কথা বলেছেন বিচারপতি। আগামী শুনানিতে সব এফআইআর খারিজ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিচারপতি।

এর আগে এফআইআরের ভিত্তিতে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেত্রী। তাঁর মন্তব্যে কোথায় সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে, সেটাও আদালতকে খতিয়ে দেখার কথা বলেছিলেন নেত্রী। যদিও রাজ্যই জানিয়ে দিয়েছিল যে অগ্নিমিত্রা পলকে হেফাজতে নেওয়ার কোনও প্রয়োজন নেই। এবার মিলল এফআইআর খারিজের ইঙ্গিত।