গোবিন্দাকে নিয়ে একটা ইচ্ছেই অপূর্ণ থেকে গেল স্ত্রী সুনীতার
এই মুহূর্তে এক বাংলা রিয়ালিটি শো'য়ে প্রধান বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে গোবিন্দাকে। ওই শো'য়ে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অঙ্কুশ হাজরাও। দিন কয়েক আগেই মুম্বইয়ে প্রেমিকা ঐন্দ্রিলাকে নিয়ে গোবিন্দার বাড়ি ঘুরতে গিয়েছিলেন অঙ্কুশ।
বিবাহিত জীবনের ৩৬ বছর পার করেছেন গোবিন্দা এবং সুনীতা। এই লম্বা বিবাহিত জীবনে এসেছে নানা উত্থান-পতন। তবে বিয়ের এতগুলো বছর পর স্ত্রী সুনীতা মনে করেন গোবিন্দাই হলেন শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ স্বামী। তবে একটা ইচ্ছেই অপূর্ণ থেকে গেল তাঁর। তাঁর ইচ্ছে ছিল ঠিক গোবিন্দার মতোই একটি সন্তান লাভের। যে ভাবে নিজের বাবা-মা’র প্রতি দায়িত্বশীল অভিনেতা ঠিক সেই ভাবেই তিনি চান, তাঁর সন্তান তাঁর প্রতিও দায়িত্ববান হবে।
সম্প্রতি এক রিয়ালিটি শো’তে এসে মনের এমন ইচ্ছের কথাই জানালেন সুনীতা। তিনি বলেন, “বিয়ের ৩৬ বছরে আমি ওর মধ্যে দেখেছি শ্রেষ্ঠ ভাই, শ্রেষ্ঠ ছেলে এবং শ্রেষ্ঠ স্বামী। কিন্তু একটাই ইচ্ছে রয়ে গেল আমার, ওঁর মতো এক ছেলের দরকার ছিল। যেভাবে ও ওঁর বাবা-মাকে দেখেছে তা আমি দেখার পরেই এই ইচ্ছে আমার জেগেছে।”
View this post on Instagram
পাল্টা গোবিন্দা বলেন, “অনেক কম সন্তান তাঁদের বাবা-মায়ের সেবা করার সুযোগ পায়। আমি ভাগ্যবান যে এই সুযোগ আমি পেয়েছি। আমার এখনও মনে পড়ে মা কী সুন্দর আমাদের জন্য গান গাইত। মায়ের গানে আমাদের সকাল শুরু হত। আমি কখনও ভাবিনি ওই ছোট্ট বাড়িটার থেকে বেরিয়ে কিছু করতে পারব, আমার মা আমার উপর বিশ্বাস রেখেছিল।” গানের ওই রিয়ালিটি শো’য়ে গোবিন্দার সিনেমার জ্ঞান গাইতেও দেখা যায় স্ত্রীকে। হাজির ছিলেন মেয়ে টিনাও।
আরও পড়ুন-হাতে মদের বোতল, জুঁইয়ের মালা…চেনা রোশন অন্যরূপে!
এই মুহূর্তে এক বাংলা রিয়ালিটি শো’য়ে প্রধান বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে গোবিন্দাকে। ওই শো’য়ে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অঙ্কুশ হাজরাও। দিন কয়েক আগেই মুম্বইয়ে প্রেমিকা ঐন্দ্রিলাকে নিয়ে গোবিন্দার বাড়ি ঘুরতে গিয়েছিলেন অঙ্কুশ। সেখানেই জমিয়ে হয়েছিল খাওয়া দাওয়া।