Russia-Ukraine Conflict : রাশিয়া-ইউক্রেন সংঘাতে গুলিবিদ্ধ, ক্ষত নিয়ে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়া
Russia-Ukraine Conflict : ইউক্রেনের রাজধানী কিয়েভে গুলিবিদ্ধ হয়েছিলেন হারজত সিং। ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের মধ্যে তিনিও একজন। কেন্দ্রের উদ্ধারাভিযান 'অপারেশন গঙ্গা'র অধীনে সেই গুলিবিদ্ধ ভারতীয় নাগরিক আগামিকাল দেশে ফিরছেন।
নয়া দিল্লি : রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ একাদশ দিনে পড়ল। তবে যুদ্ধ বিরতির কোনও ইঙ্গিত রাশিয়ার তরফে পাওয়া যায়নি। রাশিয়া-ইউক্রেনেরে সংঘাতের মাঝেই ইউক্রেনে আটকে পড়েছেন বহু ভারতীয় নাগরিক। এই পরিস্থিতিতে এক ভারতীয় পড়ুয়া রুশ রকেট হামলায় নিহতও হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন এক ভারতীয় নাগরিকও। ইউক্রেনের রাজধানী কিয়েভে গুলিবিদ্ধ হয়েছিলেন হারজত সিং। ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের মধ্যে তিনিও একজন। কেন্দ্রের উদ্ধারাভিযান ‘অপারেশন গঙ্গা’র অধীনে সেই গুলিবিদ্ধ ভারতীয় নাগরিক আগামিকাল দেশে ফিরছেন। রবিবার টুইট করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভিকে সিং। বর্তমানে ভিকে সিং কেন্দ্রের উদ্ধারাভিযান পরিচালনার জন্য পোল্যান্ডে রয়েছেন। কেন্দ্রের তরফে চারজন কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলিতে পাঠানো হয়েছিল উদ্ধারকাজ তদারকি ও পরিচালনার জন্য। সেই চারজন মন্ত্রীদের মধ্যে একজন হলেন ভিকে সিং।
কেন্দ্রীয় মন্ত্রী টুইটে লিখেছেন,”হারজত সিং হলেন সেই ভারতীয় যিনি কিয়েভে যুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন। বিশৃঙ্খলায় তাঁর পাসপোর্টও হারিয়ে যায়। আনন্দ সহকারে জানাচ্ছি যে হারজত আগামিকাল আমাদের সঙ্গে ভারতে আসছেন। আশা করি বাড়ির খাবার এবং যত্নের সঙ্গে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।” গত মাসে কিয়েভ ছেড়ে লাভিভের উদ্দেশে রওনা হয়েছিলেন হারজত। সেইসময় এই পড়ুয়াকে গুলি করা হয়। তাঁকে একাধিকবার আঘাত করা হয় এবং তাঁর পা ভেঙ্গে যায়।
তিনি সংবাদ সংস্থা এএনআই কে জানিয়েছিলেন যে, ভারতীয় দূতাবাস থেকে তিনি কোনও সাহায্য় পাননি। এএনআই কে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী, “ভারতীয় দূতাবাস থেকে এখনও পর্যন্ত কোনও সাহায্য পাইনি। আমি তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু প্রতিদিনই তাঁরা বলছেন যে কিছু একটা করবেন তাঁরা। কিন্তু এখনও পর্যন্ত কোনও সাহায্য় পাইনি।” প্রসঙ্গত, উদ্ধার অভিযানের শেষ পর্যায়ে পৌঁছেছে ভারত। আজই ইউক্রেন থেকে শেষ দফায় বিমানে করে বাকি থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। আগামিকাল সেইসব ভারতীয় নাগরিকরা দেশে এসে পৌঁছবেন।
আরও পড়ুন : Grenade Attack : শ্রীনগরে রবিবাসরীয় বাজারে গ্রেনেড হামলা, মৃত এক