FIFA: রাশিয়ার আবেদন খারিজ, ফুটবল মাঠে ব্রাত্য পুতিনের দেশ

এখন প্রশ্ন, রাশিয়ার কি বিশ্বকাপে খেলার সুযোগ নেই? একটা ক্ষীণ সম্ভাবনা আছে। জুনে দ্বিতীয়বার শুনানি কোর্ট অব অরবিট্রেশন ফর স্পোর্টসে। ফয়সালা রাশিয়ার পক্ষে গেলে প্রাক বিশ্বকাপের বাতিল ম্যাচ হবে জুনে।

FIFA: রাশিয়ার আবেদন খারিজ, ফুটবল মাঠে ব্রাত্য পুতিনের দেশ
বিশ্বকাপ খেলার স্বপ্ন ক্রমশ ফিকে হচ্ছে রাশিয়ার ফুটবলারদের।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2022 | 8:03 PM

জুরিখ: কাতার বিশ্বকাপ খেলার স্বপ্ন কার্যত শেষ গত বিশ্বকাপের আয়োজক রাশিয়ার। কারণটা আর কিছুই না, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ (Russia-Ukraine Conflict)। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে এতটাই ক্ষুব্ধ ফিফা (FIFA) যে, নির্বাসিত করা হয়েছে রাশিয়ার ফুটবল ফেডারেশনকে। এই নির্বাসনের সিদ্ধান্ত আসার পর থেকেই রাশিয়া বড় ধাক্কা খেয়েছে। কারণ চলতি মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্লে-অফের ম্যাচ খেলার কথা ছিল রাশিয়ার। প্রতিপক্ষ ছিল পোল্যান্ড। অবস্থা বেগতিক দেশে বিশ্বের ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হয় রাশিয়া ফুটবল ফেডারেশেন। দাবি ছিল একটাই, আপাতত নির্বাসন তুলে নেওয়ার নির্দেশ দিক আদালত। কিন্তু গোটা বিশ্ব দেখতে পাচ্ছে পুতিনের (Vladimir Putin) আগ্রাসনের কি মাশুল গুণতে হচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষকে। সেটার কথা মাথায় রেখেই ফিফার নির্বাসনের সিদ্ধান্ত বহাল রাখল আদালত।

শুধু ফিফা নয়, উয়েফার নির্বাসনের সিদ্ধান্তও বহাল রেখেছে আদালত (CAS)। ফিফার পাশাপাশি উয়েফাও (UEFA) রাশিয়ার জাতীয় দল এবং ক্লাব দলগুলিকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। ফলে উয়েফার কোনও টুর্নামেন্টে নেই রাশিয়ার কোনও ক্লাব। নির্বাসনের সিদ্ধান্ত নেওয়া ছাড়া ফিফা এবং উয়েফার সামনে কোনও পথ খোলা ছিল না। প্রথমে রাশিয়ার জাতীয় দলকে রাশিয়ার মাটিতে খেলার ওপর নিশেধাজ্ঞা জারি করেছিল ফিফা। কিন্তু ইউরোপের একাধিক দেশ, এমনকি যোগ্যতা অর্জন পর্বে রাশিয়ার প্রতিপক্ষ পোল্যান্ডও জানিয়ে দিয়েছিল রাশিয়ার বিরুদ্ধে কোনও ম্যাচ খেলবে না তারা। অন্যান্য দেশের চাপে ও পরিস্থিতি বিবেচনা করে রাশিয়াকে সম্পূর্ণ নির্বাসনে পাঠিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। শুধুমাত্র রাশিয়া নয়, পুতিনের দেশকে সমর্থন করায় বেলারুশ ফুটবলও বিশ্বে ব্রাত্য।

এখন প্রশ্ন, রাশিয়ার জাতীয় দলের কি আর বিশ্বকাপে খেলার কোনও সুযোগ নেই? একটা ক্ষীণ সম্ভাবনা আছে। জুনে দ্বিতীয়বার শুনানি হবে কোর্ট অব অরবিট্রেশন ফর স্পোর্টসে। সেখানে ফয়সালা রাশিয়ার পক্ষে গেলে চলতি মাসে বাতিল হওয়া প্রাক বিশ্বকাপের ম্যাচ হবে জুন মাসে। কারণ সেই সময় ইউক্রেণের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা হবে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি মাসে ইউক্রেনের খেলা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুন মাসে হবে সেই খেলা। রাশিয়া আদালতের ছাড়পত্র পেলে তাদের ম্যাচও সেই সময় হতে পারে বলে মনে করছে ফুটবল মহল।

আরও পড়ুন : Gayatri Gopichand: ব্যাডমিন্টন সার্কিটে গোপীচাঁদের মেয়ে গায়ত্রীর উত্থান