Student Harrased: নবম শ্রেণির পড়ুয়াকে চরম হেনস্থা, ক্লাসের মধ্যেই নগ্ন করে হাঁটাল সহপাঠীরা

Student ragging: ক্লাসের মধ্যে ছাত্রকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় ৩ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতের বাবা। অভিযোগপত্রে নির্যাতিতের বাবা জানিয়েছেন, অভিযুক্ত ৩ ছাত্র প্রথমে তাঁর ছেলেকে ক্লাসের সামনে মারধর করে। তারপর তাকে নগ্ন করে ক্লাসের মধ্যে হাঁটতে বাধ্য করে। এই ঘটনায় তাঁর ছেলে আতঙ্কিত হয়ে পড়েছে এবং স্কুলে যেতে ভয় পাচ্ছে।

Student Harrased: নবম শ্রেণির পড়ুয়াকে চরম হেনস্থা, ক্লাসের মধ্যেই নগ্ন করে হাঁটাল সহপাঠীরা
প্রতীকী ছবি।Image Credit source: News9
Follow Us:
| Updated on: Feb 02, 2024 | 8:40 PM

জব্বলপুর: সহপাঠীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। তার জন্য সহপাঠীদের কাছে চরম হেনস্থার শিকার হল নবম শ্রেণির ছাত্র। শাস্তি দিতে তাকে ক্লাসের মধ্যে নগ্ন করে হাঁটাল সহপাঠীরা। চরম অমানবিক ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের জব্বলপুরে এক বেসরকারি স্কুলে। ছাত্রটি এতটাই অপমাণের শিকার হয়েছে যে সে আর স্কুলে যেতে লজ্জা পাচ্ছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ ছাত্রের পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে। এই ঘটনা ব়্যাগিংয়ের অন্যতম উদাহরণ বলা হয়।

পুলিশ জানায়, ক্লাসের মধ্যে ছাত্রকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় ৩ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতের বাবা। অভিযোগপত্রে নির্যাতিতের বাবা জানিয়েছেন, অভিযুক্ত ৩ ছাত্র প্রথমে তাঁর ছেলেকে ক্লাসের সামনে মারধর করে। তারপর তাকে নগ্ন করে ক্লাসের মধ্যে হাঁটতে বাধ্য করে। এই ঘটনায় তাঁর ছেলে আতঙ্কিত হয়ে পড়েছে এবং স্কুলে যেতে ভয় পাচ্ছে।

নির্যাতিতের বাবার আরও অভিযোগ, তিনি প্রথমে স্কুল কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। কিন্তু, তাঁরা কোনও পদক্ষেপ করেননি। এমনকি স্কুলের সিসিটিভি ফুটেজও দেয়নি। এই ঘটনায় অভিযুক্ত ছাত্রদের শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতের বাবা।

পুলিশ অবশ্য গোটা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছে। জব্বলপুরের ডিএসপি কমল মৌর্য জানান, নির্যাতিতের বাবা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল স্কুলে গিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ছাত্রদের সম্পর্কে তাদের অভিভাবকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, বন্ধু হোক বা প্রেমের সম্পর্ক- চিড় ধরলেই সঙ্গীর সঙ্গে নৃশংস ব্যবহার করার খবর সাম্প্রতিককালে আকছার শোনা যায়। এমনকি দীর্ঘদিনের সঙ্গীকে হত্যা করতেও হাত কাঁপে না। আবার সহপাঠী বা ঊর্ধ্বতন ক্লাসের পড়ুয়াদের কাছে ছাত্রদের চরম ব়্যাগিংয়ের শিকার হওয়ার ঘটনা আকছার ঘটছে। নৃশংসতা যে অল্প বয়স থেকেই মনের গভীরে ঢুকে যাচ্ছে, তার অন্যতম উদাহরণ হয়ে উঠল জব্বলপুরে সহপাঠীদের কাছে নবম শ্রেণির ছাত্রের হেনস্থা হওয়ার ঘটনা।