Bangla NewsLifestyle 6 COUNTRIES THAT HAVE KEPT THEIR BORDERS CLOSED SINCE 2020!
Travel News: এই ৬ দেশ ২০২০ থেকে আজ অবধি দেশের দরজা খোলেনি পর্যটকদের জন্য…
কোভিড এসে বিশ্বের প্রতিটি মানুষের জীবনযাপনে এনেছে পরিবর্তন। মানুষ কাজ হারিয়েছে, বহু কলকারখানা বন্ধ হয়েছে, ওয়ার্ক ফ্রম হোমের ফলে মানুষের অভ্যাসে এসেছে পরিবর্তন। তবে ঘরবন্দি হওয়ায় সবচেয়ে বেশি যে ব্যাবসায় ক্ষতি হয়েছে, তা হল পর্যটন। পর্যটনের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষ হয়েছে কাজহারা। তবে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসায়, বেশ কিছু দেশ পর্যটকদের সাদরে আহ্বান জানিয়েছেন। কিন্তু আপনি কি জানেন এই ৬টি দেশের দরজা এখনও পর্যটকদের জন্য...
Follow Us:
আর্জেন্টিনা: আর্জেন্টিনা দেশের বাইরের পর্যটকদের জন্য প্রবেশের অনুমতি দেয়নি ২০২০ থেকেই। দেশের মানুষ কোভিডমুক্ত হয়েছেন, প্রমাণ দিলে তাঁরা অভ্যন্তরের ঘুরতে পারবেন। দক্ষিণ আমেরিকার দেশগুলি নভেম্বরে কিছু দেশের দরজা খোলার কথা ভাবছেন।
কম্বোডিয়া: দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ ২০২০-এর পর এখনও পর্যটকদের প্রবেশাধিকার দেয়নি। তথ্যানুসারে কোনও দেশের ভিসায় অনুমোদন দেয়নি কম্বোডিয়া। সূত্রের খবর, নভেম্বরে এই দেশ কয়েকটি সুরক্ষিত দেশের পর্যটককে দেশে ফেরার অনুমতি দেবে। তবে এদেশে এসে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে পর্যটকদের।
৩) সিঙ্গাপুর: সিঙ্গাপুরে অতিরিক্ত মাত্রায় কোভিড ছড়িয়েছিল। তাই ২০২০ থেকেই দেশের বাইরের কেউ এদেশে প্রবেশ করতে পারেনি। তবে সিঙ্গাপুর এখন ভাবছে বিদেশের জন্য প্রবেশের অনুমতি দেবেন।
চীন: চীনে প্রথম করোনা ভাইরাস ধরা পরে। এবং অতিরিক্ত মাত্রায় করোনা ছড়িয়েছিল এদেশে। তাই ২০২০-এর পর থেকে চীনের দরজা বিদেশের পর্যটকদের জন্য সম্পূর্ণরূপে বন্ধ।
ফুজি: ফুজি আরেকটি দেশ, যেখানে এখনও প্রকটভাবে কোভিডবিধি মানা হয়।
নিউজিল্যান্ড: ১৯ মার্চ, ২০২০ থেকে আজ অবধি এদেশে বাইরের কোনও ব্যাক্তি প্রবেশাধিকার পায়নি। এই আইল্যান্ড কঠোরভাবে কোভিডবিধি মেনে চলেছে আজও। ফের কবে পর্যটকরা এদেশে প্রবেশ করতে পারবে তা জানায়নি এদেশের সরকার।