রোডট্রিপ ভালবাসেন? দেওয়া হল ভারতের ৬ রোমাঞ্চকর রাস্তার হদিস
একজন বাইকারই জানেন রোডট্রিপের মজা। খোলা আকাশের নীচে বাইক চালানো, প্রকৃতির ঠাণ্ডা হাওয়া খেতে খেতে রাস্তা ধরে এগিয়ে চলা, এই সমস্ত অনুভূতি শব্দে বর্ণনা করা যায় না। সবচেয়ে ভাল ব্যাপার হল, ভারতেই রয়েছে রোডট্রিপের দারুণ সব ডেসটিনেশন। যদিও প্রতিটা রাস্তাই বেশ চ্যালেঞ্জিং। তবুও প্রকৃতি যেন মায়ের মতো আগলে রাখবে প্রতি মুহূর্তে।
Most Read Stories