Skin Care With Tomato: দামে আগুন হলেও কাজে খাঁটি, সপ্তাহে একদিন এই দুই উপকরণ মিশিয়ে লাগালেই ফল হাতেনাতে

Skin Care Tips: ড্রাই, অয়েল বা কম্বিনেশন যে কোনও ত্বকেই ব্যবহার করতে পারবেন এই ফেসপ্যাক। এতে মুখ অনেক বেশি পরিষ্কার থাকে। একবার ব্যবহার করলে নিজেই তফাত দেখবেন

| Edited By: | Updated on: Jul 05, 2023 | 8:45 AM
প্রতি বছরই বর্ষা আসলেই সবজির বাজার যেন অগ্নিমূল্য হয়ে থাকে। বর্তমান বাজারে লঙ্কা, টমেটো, আদার দাম আকাশছোঁয়া।  খাবারে অতিরিক্ত টমেটোর ব্যবহার কেউ ভাবতেই পারে না।

প্রতি বছরই বর্ষা আসলেই সবজির বাজার যেন অগ্নিমূল্য হয়ে থাকে। বর্তমান বাজারে লঙ্কা, টমেটো, আদার দাম আকাশছোঁয়া। খাবারে অতিরিক্ত টমেটোর ব্যবহার কেউ ভাবতেই পারে না।

1 / 8
আবার সেই টমেটো দিয়ে রূপচর্চা? এসব এখন যেন স্বপ্ন। টমেটো যেমন রান্নায় দিলে স্বাদ বাড়ে তেমনই মুখের গ্লো বাড়াতেও সমান ভাবে কার্যকরী। আর তাই দাম বেশি হলেও সপ্তাহে একদিন করে ব্যবহার করতেই পারেন।

আবার সেই টমেটো দিয়ে রূপচর্চা? এসব এখন যেন স্বপ্ন। টমেটো যেমন রান্নায় দিলে স্বাদ বাড়ে তেমনই মুখের গ্লো বাড়াতেও সমান ভাবে কার্যকরী। আর তাই দাম বেশি হলেও সপ্তাহে একদিন করে ব্যবহার করতেই পারেন।

2 / 8
এই ভ্যাপসা গরমে শরীর-মন দুই ক্লান্ত হয়ে যাচ্ছে। মুখের উপর কালো দাগ-ছোপ এসবও থাকছে। আর তাই যত দ্রুত এই সব দাগ ছোপ তুলে নিতে পারবেন ততই ভাল নিজের জন্য। ক্রিম বা ফেসিয়ালে সব সময় কাজ হয় না। সেক্ষেত্রে কাজে লাগান এই সব ঘরোয়া টোটকা।

এই ভ্যাপসা গরমে শরীর-মন দুই ক্লান্ত হয়ে যাচ্ছে। মুখের উপর কালো দাগ-ছোপ এসবও থাকছে। আর তাই যত দ্রুত এই সব দাগ ছোপ তুলে নিতে পারবেন ততই ভাল নিজের জন্য। ক্রিম বা ফেসিয়ালে সব সময় কাজ হয় না। সেক্ষেত্রে কাজে লাগান এই সব ঘরোয়া টোটকা।

3 / 8
রোজ রাতে বা সপ্তাহে একদিন যদি একস্লাইস টমেটোর সঙ্গে এই টোটকা মেনে চলেন তাহলে জেল্লা বাড়বেই। ছোট একটা টমেটো এর্ধেক করে নিতে হবে।

রোজ রাতে বা সপ্তাহে একদিন যদি একস্লাইস টমেটোর সঙ্গে এই টোটকা মেনে চলেন তাহলে জেল্লা বাড়বেই। ছোট একটা টমেটো এর্ধেক করে নিতে হবে।

4 / 8
একটা বাটিতে কফি পাউডার, মধু এক সঙ্গে মিশিয়ে নিন। মধু আর কফি ত্বকের জন্য খুবই উপকারী। কাটা টমেটো এবার মধু-কফির মিশ্রণে কোট করে মুখের উপর গোল গোল করে ঘুরিয়ে মাখুন।

একটা বাটিতে কফি পাউডার, মধু এক সঙ্গে মিশিয়ে নিন। মধু আর কফি ত্বকের জন্য খুবই উপকারী। কাটা টমেটো এবার মধু-কফির মিশ্রণে কোট করে মুখের উপর গোল গোল করে ঘুরিয়ে মাখুন।

5 / 8
এতে ত্বক অনেক বেশি টানটান হবে। কালচে দাগ-ছোপ থাকবে না। অনেকের মুখে কালো তিল থাকে, স্পট থাকে। আর তাতেই মুখের দাগ ছোপ সব উঠে আসবেই। ২ মিনিট ম্যাসাজ করার পর মুখ জল দিয়ে ধুয়ে নিতে হবে।

এতে ত্বক অনেক বেশি টানটান হবে। কালচে দাগ-ছোপ থাকবে না। অনেকের মুখে কালো তিল থাকে, স্পট থাকে। আর তাতেই মুখের দাগ ছোপ সব উঠে আসবেই। ২ মিনিট ম্যাসাজ করার পর মুখ জল দিয়ে ধুয়ে নিতে হবে।

6 / 8
এবার দ্বিতীয় ধাপে একটা বাটিতে বড় ২ চামচ আটা নিতে হবে। এর মধ্যে এক চামচ বেসন মেশান। হাফ চামচ কস্তূরী হলুদ, এক চামচ গুঁড়ো দুধ আর আগের ব্যবহার করা টমেটো ধুয়ে গ্রেট করে নিন।

এবার দ্বিতীয় ধাপে একটা বাটিতে বড় ২ চামচ আটা নিতে হবে। এর মধ্যে এক চামচ বেসন মেশান। হাফ চামচ কস্তূরী হলুদ, এক চামচ গুঁড়ো দুধ আর আগের ব্যবহার করা টমেটো ধুয়ে গ্রেট করে নিন।

7 / 8
বাটি টমেটো থেকে রস বের করে তা এই মিশ্রণে মিশিয়ে দিন। এবার এই বেসন মুখে খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। শুধু মুখ নয়, হাতে-গলাতেও লাগাতে পারেন। লাগানোর পর আবার ২৫ মিনিট রেখে টমেটোর বাকি টুকরো দিয়ে ম্যাসাজ করতে হবে ২ মিনিট।

বাটি টমেটো থেকে রস বের করে তা এই মিশ্রণে মিশিয়ে দিন। এবার এই বেসন মুখে খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। শুধু মুখ নয়, হাতে-গলাতেও লাগাতে পারেন। লাগানোর পর আবার ২৫ মিনিট রেখে টমেটোর বাকি টুকরো দিয়ে ম্যাসাজ করতে হবে ২ মিনিট।

8 / 8
Follow Us:
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?