Handwash: সংক্রমণ ঠেকাতে ভরসা সেই হাত ধোয়াতেই! শীতকালে রুক্ষতা ঠেকাতে কেমন হ্যান্ডওয়াশ বাছবেন ?

Fragnance: হ্যান্ডওয়াশ কেনার সময়ও কিন্তু এই দিকটির প্রতি খেয়াল রাখবেন। বিশেষ ফুলের সুগন্ধী কিংবা লেবুর সুগন্ধীযুক্ত হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারলে সবচেয়ে ভাল। এতে মন ভাল থাকে

Handwash: সংক্রমণ ঠেকাতে ভরসা সেই হাত ধোয়াতেই! শীতকালে রুক্ষতা ঠেকাতে কেমন হ্যান্ডওয়াশ বাছবেন ?
শীতে যে ধরনের হ্যান্ডওয়াশ ব্যবহার করবেন
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2021 | 6:41 PM

গত দু বছর ধরে করোনাভাইরাস, লকডাউন, সামাজিক দূরত্ববিধি- এই কয়েকটি শব্দ আমাদের জীবনের সঙ্গে ওতোপ্রতো ভাবে জড়িয়ে গিয়েছে। সেই সঙ্গে স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ এবং মাস্ক আমাদের নিত্যসঙ্গী। সংক্রমণ ঠেকাতে বার বার হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্যানিটাইজারে উপাদান হিসেবে থাকে অ্যালকোহল। যে কারণে স্যানিটাইজার হাতে দিলে হাত তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। শীতকালে ত্বক এমনিই শুকনো থাকে। অতিরিক্ত স্যানিটাইজার দিলে ত্বক বেশি খসখস করে। এদিকে নিজেকে সুরক্ষিত রাখতে স্যানিটাইজারের ব্যবহার বন্ধ করলে চলবে না। সুতরাং উপায়? শীতে ত্বক যাতে নরম থাকে সেদিকে কিন্তু নজর দিতেই হবে। আর তাই হ্যান্ডওয়াশ কেনার আগে যে যে বিষয় অবশ্যই মাথায় রাখবেন-

ব্যাকটেরিয়া-জীবানুর থেকে সুরক্ষা- হ্যান্ডওয়াশ দিয়ে হাত দেওয়ার মূল উদ্দেশ্যই হল সুরক্ষা। বাইরে থেকে এলে অবশ্যই হাত ধোবেন। এছাড়াও বাড়িতে খাওয়ার খাবার আগে অবশ্যই হাত ধুয়ে নেবেন। সেই সঙ্গে দেখে নেবেন যে স্যানিটাইজার ব্যবহার করছেন তা যেন জীবানু ধ্বংস করতে সক্ষম হয়।

সুগন্ধ- অনেক স্যানিটাইজেরের সুন্দর গন্ধ থাকে। অনেক কিছুর আবার গন্ধ থাকে না। চেষ্টা করবেন সুন্দর গন্ধযুক্ত স্যানিটাইজার ব্যবহার করতে। কারণ গন্ধ ভাল হলে কিন্তু আমাদের মন ভাল থাকে। সেই সঙ্গে আসে পজিটিভিটিও।

পুষ্টি- এমন হ্যান্ডওয়াশ শীতে কিনবেন না যা ত্বককে পুষ্টি দেবেন না। আর তাই এমন কিছু বাছুন যেখান থেকে আপনার ত্বক পুষ্টি পাবে। শীতে অতিরিক্ত শুকনো হয়ে যাবে না। নরম থাকবে। হাত বেশি শুকনো হলে কিন্তু সেখান থেকে চামড়া উঠতে পারে। হাত পরিষ্কার থাকার পাশাপাশি নরম থাকাও জরুরি।

সতেজতা- সাবান, শ্যাম্পু কিংবা যে কোনও সুগন্ধী কিন্তু আমাদের মন ভাল রাখে। মনকে সতেজ করে। ফ্রেশ রাখে। পরিষ্কার থাকতে অবশ্যই সাবান, শ্যাম্পু দিয়ে স্নান করবেন। সেই সঙ্গে যদি স্নানের জলে ছড়িয়ে দিতে পারেন কিছুটা সুগন্ধী তাহলে আরও ভাল। আর তাই হ্যান্ডওয়াশ কেনার সময়ও কিন্তু এই দিকটির প্রতি খেয়াল রাখবেন। বিশেষ ফুলের সুগন্ধী কিংবা লেবুর সুগন্ধীযুক্ত হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারলে সবচেয়ে ভাল। এতে মন-শরীর দুই ভাল থাকবে। তবে এসবের পাশাপাশি সব হ্যান্ডওয়াশের মধ্যে কতটা জীবানু প্রতিরোধী ক্ষমতা থাকছে তা কিন্তু দেখে নিতে ভুলবেন না।

আরও পড়ুন: Hair Care: শীতের সঙ্গে খুশকির সমস্যাও দেখা দিয়েছে? কাজে আসবে শীতের ফল আমলকীই

আরও পড়ুন: Anti-Ageing Routine: ৪৭ পেরিয়েও গ্ল্যামারাস কাজল! এর পিছনে আসল রহস্যটা কী?