Skin care Tips: শীত ফুরিয়ে যাওয়ার আগে বাগানের গাঁদা দিয়েই বানিয়ে নিন ফেসপ্যাক, বয়সের কাঁটা ঘুরবে উল্টোদিকে

Marigold: গাঁদা ফুলের পাপড়ি দিয়েই বানিয়ে নিন বিশেষ এই ফেসপ্যাক। বাড়বে ত্বকের জেল্লা

| Edited By: | Updated on: Feb 06, 2023 | 7:44 PM
রোজকার পুজোয় যে কয়েকটি ফুল সারাবছর লাগে তাদের মধ্যে একেবারে প্রথমের সারিতে থাকে গাঁদা, জবা, আকন্দ, রজনীগন্ধা, অপরাজিতা। এই সবকটি ফুলেরই বহুবিধ গুরুত্ব রয়েছে। গোলাপ, জবা, গাঁদা এসব সারাবছর পাওয়া গেলেই শীতে সবচাইতে বেশি ফোটে।

রোজকার পুজোয় যে কয়েকটি ফুল সারাবছর লাগে তাদের মধ্যে একেবারে প্রথমের সারিতে থাকে গাঁদা, জবা, আকন্দ, রজনীগন্ধা, অপরাজিতা। এই সবকটি ফুলেরই বহুবিধ গুরুত্ব রয়েছে। গোলাপ, জবা, গাঁদা এসব সারাবছর পাওয়া গেলেই শীতে সবচাইতে বেশি ফোটে।

1 / 6
বিশেষত গাঁদা, গোলাপ এই শীতে যা ফোটে তা আর অন্য সময় ফোটে না। অবশ্যই তা আমাদের রাজ্য। কর্ণাটকে যেমন সারা বছরই গাঁদা ফুলের আধিক্য দেখা যায়। গাঁদা ফুলের বেশ কিছু ওষুধ গুণও রয়েছে।

বিশেষত গাঁদা, গোলাপ এই শীতে যা ফোটে তা আর অন্য সময় ফোটে না। অবশ্যই তা আমাদের রাজ্য। কর্ণাটকে যেমন সারা বছরই গাঁদা ফুলের আধিক্য দেখা যায়। গাঁদা ফুলের বেশ কিছু ওষুধ গুণও রয়েছে।

2 / 6
শীতকালে মাছ-ঘাট ছেয়ে যায় গাঁদা ফুলে। কমলা, হলুদ গাঁদা ফুল দেখতেও লাগে বেশ। শীতের দিনে যে কোনও অনুষ্ঠানের ডেকোরেশনে যেমন এই ফুল ব্যবহার করা হয় তেমনই পুজোও কিন্তু এই ফুল ছাড়া অসম্পূর্ণ। অনুষ্ঠানের মঞ্চ কম খরচে সাজাতেও ডাক পড়ে গাঁদার মালার। তবে ত্বকের পরিচর্যাতেও কাজে লাগানো যায় এই গাঁদাকে।

শীতকালে মাছ-ঘাট ছেয়ে যায় গাঁদা ফুলে। কমলা, হলুদ গাঁদা ফুল দেখতেও লাগে বেশ। শীতের দিনে যে কোনও অনুষ্ঠানের ডেকোরেশনে যেমন এই ফুল ব্যবহার করা হয় তেমনই পুজোও কিন্তু এই ফুল ছাড়া অসম্পূর্ণ। অনুষ্ঠানের মঞ্চ কম খরচে সাজাতেও ডাক পড়ে গাঁদার মালার। তবে ত্বকের পরিচর্যাতেও কাজে লাগানো যায় এই গাঁদাকে।

3 / 6
গাঁদা ফুলের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিকের গুণ। যে কারণে ত্বকের যে কোনও রকম সংক্রমণ রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে এই গাঁদা ফুলের মধ্যে। মুখের সেবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে ত্বককে তেলমুক্ত ঝকঝকে রাখে গাঁদাফুল।

গাঁদা ফুলের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিকের গুণ। যে কারণে ত্বকের যে কোনও রকম সংক্রমণ রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে এই গাঁদা ফুলের মধ্যে। মুখের সেবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে ত্বককে তেলমুক্ত ঝকঝকে রাখে গাঁদাফুল।

4 / 6
ত্বকে কোলাজেন উৎপাদনেও সাহায্য করে গাঁদা। ফলে ত্বক থাকে টানটান। বলিরেখা পড়ে না। রোজ গাঁদৈফুলের প্যাক ব্যবহার করলে মুখে বয়সের ছাপও পড়ে না।

ত্বকে কোলাজেন উৎপাদনেও সাহায্য করে গাঁদা। ফলে ত্বক থাকে টানটান। বলিরেখা পড়ে না। রোজ গাঁদৈফুলের প্যাক ব্যবহার করলে মুখে বয়সের ছাপও পড়ে না।

5 / 6
এক চামচ গাঁদা ফুলের পাপড়ি বাটার সঙ্গে এক চামচ দুধের সর, এক চামচ মধু মিশিয়ে নিন। এবার মুখে তা সমান ভাবে লাগিয়ে নিতে হবে। ২০ মিনিট রেখে ভালভাবে ঘষে নিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

এক চামচ গাঁদা ফুলের পাপড়ি বাটার সঙ্গে এক চামচ দুধের সর, এক চামচ মধু মিশিয়ে নিন। এবার মুখে তা সমান ভাবে লাগিয়ে নিতে হবে। ২০ মিনিট রেখে ভালভাবে ঘষে নিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

6 / 6
Follow Us: