এই এই ভাবে নাকের লোম তুললে বিপত্তি ঘটে যেতে পারে!
হাত দিয়ে কখনই লোম তুলতে যাবেন না। এর ফলে অনেক নতুন গজিয়ে ওঠা লোমও হাতের সঙ্গে উঠে আসে।
পুরুষরা (Men) অনেক সময়েই একটু বড় হয়ে আসা নাকের লোম পরিষ্কার করতে কিছু পন্থা বেছে নেয়, যা একেবারেই উচিৎ নয়। এর ফলে বিপত্তি ঘটে যেতে পারে। জেনে নিন কী কী করবেন না।
হাত দিয়ে কখনই লোম তুলতে যাবেন না। এর ফলে অনেক নতুন গজিয়ে ওঠা লোমও হাতের সঙ্গে উঠে আসে। একই সঙ্গে ত্বকে ইনফেকশনও হয়ে যেতে পারে। এছাড়াও এভাবে নাকের লোম তোলাটা বেশ যন্ত্রণাদায়কও।
নাকের লোম তোলার জন্য ওয়্যাক্সিংও সঠিক পদ্ধতি নয়। এর ফলে নাকের ছিদ্রে আর কোনও লোম অবশিষ্ট থাকে না, যা আপনার নাককে বাইরের ধুলোবালি থেকে রক্ষা করে।
এছাড়া, লোম তোলার বাজার চলতি ক্রিম কখনই ব্যবহার করা উচিৎ নয়। এতে লোমের গোড়ার প্রোটিন কমে আসে। পায়ে এবং বুকের ক্ষেত্রে চলতে পারে, কিন্তু ক্ষেত্রে এটা একেবারেই ভাল আইডিয়া নয়। তাছাড়া এই সমস্ত কেমিক্যালের উগ্র গন্ধ নিঃশ্বাসের ক্ষেত্রেও ব্যাঘাত ঘটাতে পারে।’
আরও পড়ুন: ত্বকের সুরক্ষায় প্রোবায়োটিকের প্রয়োজন কতটা, জানেন?