ছোটবেলায় রান্নাঘরে টিনের কৌটো থেকে গুঁড়ো দুধ চুরি করে খাননি এমন মানুষের সংখ্যা খুবই কম। আর এই দুধ চুরি করতে গিয়ে অনেকে ধরাও পড়েছেন।
পিঠে-পুলি, পায়েস বানাতে গুঁড়ো দুধের ভূমিকা অনেক। কিছু তরকারি আছে যাতে গুঁড়ো দুধ মেশালে স্বাদও ভাল হয়। পায়েস, দুধপুলিতে গুঁড় দুধ মেশালে খেতে বেশ ভাল লাগে। এছাড়াও গুঁড়ো দুধ দিয়ে গুলাব জামুনও বানানো যেতে পারে।
তবে গুঁড়ো দুধ রূপচর্চারও দারুণ কাজে লাগে। সেই সঙ্গে গুঁড় দুধের মধ্যেও থাকে ল্যাকটিক অ্যাসিড। প্রাকৃতিক ক্লিনজার হিসেবে খুব ভাল কাজ করে এই গুঁড়ো দুধ। গুঁড়ো দুধে থাকে ভিটামিন বি। যা ত্বকের জন্যেও খুব ভাল।
মুখে কালো দাগ পড়েছে? এই কালচে দাগ তুলতেও কাজে আসে গুঁড়ো দুধ আর দই এর ফেসপ্যাক। টকদই, গুঁড়ো দুধ আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
হলুদ, গুঁড়ো দুধ, মধু একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার এই প্যাক মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এতে মুখের ময়লা উঠে আসবে। আর এই প্যাক অ্যান্টি এজিং হিসেবেও কাজ করে।
বাইরে থেকে ফিরলে মুখে কালচে ছোপ, দাগ পড়ে থাকে। আর তাই এক্ষেত্রেও কাজে লাগান গুঁড়ো দুধ। কমলালেবুর রস, গুঁড়ো দুধ, ওটসের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিয়ে প্যাক বানিয়ে নিন। রোজ ব্যবহার করলে অনেক উপকার পাবেন।