Green Tea: গ্রিন টি খাওয়ার পর পাতা ফেলে না দিয়ে কাজে লাগান রূপটানে!
Green Tea Skin Care: গ্রিন-টি ত্বকের শুষ্কতা দূর করে। সেই সঙ্গে প্রাকৃতিক গ্লো ফিরিয়ে আনে। এছাড়াও ক্ষতিকর টক্সিন শরীর থেকে বাইরে বের কপো দেয়...
দিনের শুরু কিংবা বিকেলের চায়ে অনেকেই এখন গ্রিন টি (Green Tea) খান। গ্রিন টি আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। আছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট (Antioxidant)। সেই সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন আর খনিজ। যে কারণে গ্রিন টি কিন্তু আমাদের শরীরের পক্ষে এতটা ভাল। হার্টের সমস্যা থেকে ডায়াবিটিস- সুস্থ থাকতে এক কাপ চিনি ছাড়া গ্রিন টি-তে চুমুক দেওয়ার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবেই শুধুই কিন্তু স্বাস্থ্য নয়, ত্বক ভাল রাখতেও (Skin Care) ওই গ্রিন টি-এর জুড়ি মেলা ভার। ত্বককে ভিতর থেকে রাখে আর্দ্র, সেই সঙ্গে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না, চামড়া কুঁচকে যেতে দেয় না, এমনকী ব্রণর সমস্যা থেকেও কিন্তু রেহাই দেয়। যে কারণে রোজ এক কাপ গ্রিন টি আরও কিছুটা করে ত্বকের বয়স কমিয়ে দেয়। আজকাল গ্রিন টি ফেসওয়াশ, সিরাম থেকে শুরু করে গ্রিন টি- টোনার অনেক কিছুই পাওয়া যায় বাজারে। আর সেগুলির চাহিদা কিন্তু আকাশছোঁয়া। তবে গ্রিন টি ব্যাগ দিয়ে রূপচর্চার এই সব সামগ্রী বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনিই। এতে যেমন ত্বকের সুস্থতা বজায় থাকবে তেমনই রক্ত সঞ্চালও কিন্তু ভাল হবে।
ত্বকের পরিচর্যায় যে ভাবে কাজ করে গ্রিন টি
*ব্রণর সমস্যায় অনেকেই ভোগেন। সেক্ষেত্রে তাঁর যদি গ্রিন টি ব্যাগ ভিজিয়ে রেখে তাই দিয়ে মুখ ধুতে পারেন তাহলে কিন্তু এই সমস্যার হাত থেকে রেহাই পেতে পারেন। কিন্তু এই অভ্যাস নিয়মিত বজায় রাখতে হবে। এতে কমবে ব্রণর সমস্যা।
*গ্রিন টি এর মধ্যে রয়েছে ভিটামিন ই। যা ত্বকের সতেজতা বজায় রাখে। চা পাতা দিয়ে চা বানিয়ে লিকার ছেঁকে নিয়ে ফ্রিজে রাখুন। দিনের মধ্যে দুবার এই জল দিয়ে মুখ ধুলে কিন্তু ক্লান্তি দূর হবে।
*আপনার ত্বক কি মাঝেমাঝেই লাল হয়ে যায়, জ্বালা করে, ফুলে যায়? আপনার রক্ষাকর্তা হতে পারে গ্রিন টি। জ্বালা, চুলকানি, লালচেভাব কমিয়ে ত্বক সুস্থ করে তুলতে পারে বলে সোরিয়াসিস বা ডার্মাটাইটিসের মতো চর্মরোগের চিকিৎসাতে গ্রিন টি ব্যবহার করা হয়।
যে ভাবে বাড়িতেই বানাবেন গ্রিন টি ফেসওয়াশ
একটা গ্রিন টি-র ব্যাগ গরম জলে ডুবিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এক ঘণ্টা পর জল ঠান্ডা হয়ে গেলে টি ব্যাগটা কেটে ভিতরের চা পাতাগুলো বের করে একটা বাটিতে রাখুন। তাতে এক টেবিলচামচ বেকিং সোডা, এক চাচামচ মধু আর কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল আর অ্যালোভেরা জেল মিশিয়ে একটা পেস্টের মতো জিনিস তৈরি করুন। এবার তা ফ্রিজে সংরক্ষণ করলেই কিন্তু তৈরি ফেসওয়াশ।
আরও পড়ুন: Homemade Face Packs Before Makeup: মেকআপ ভাল ভাবে সেট করতে এই ৩টি ঘরোয়া ফেস প্যাকের একটা মেখে নিন…