Lychee Peel For Skin: লিচু খাওয়ার পর খোসা ফেলে দেন? উপকার জানলে এই ভুল কাজ আর করবেন না
Home Remedies: লিচু খাওয়া পর, আমরা এর খোসাটা ফেলে দিই। কিন্তু জানেন কি, এই রসালো ফলের খোসা ত্বকের জন্য উপকারী।
প্যাচপ্যাচ গরমে পরিস্থিতি বিরক্তিকর হয়ে উঠলেও গ্রীষ্মকালীন ফল থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবেন না। এখন বাজার ছেয়ে গিয়েছে আম, লিচুতে। ফলপট্টি জুড়ে এখন লাল থোকা থোকা লিচু। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে ওজন কমাতে বিশেষ ভূমিকা পালন করে এই লিচু। যেমন স্বাদে তেমনই গুণে ভরপুর। এর ৮২ শতাংশই হল জল, যা গরমে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। লিচু খাওয়া পর, আমরা এর খোসাটা ফেলে দিই। কিন্তু জানেন কি, এই রসালো ফলের খোসা ত্বকের জন্য উপকারী। রূপচর্চায় লিচুর খোসা ব্যবহার করতে পারেন সহজেই।
লিচুর মধ্যে ভিটামিন সি, ফোলেট, নিয়াসিন, রিবোফ্লাভিন, বিটা ক্যারোটিন এবং ফোলেটের মতো পুষ্টিতে ভরপুর। এই কারণে গরমে লিচু খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে শরীর হাইড্রেটেড থাকে, ওজন কমে, হজম ক্ষমতা উন্নত হয়। কিন্তু আমরা এই রসালো ফলের খোসা সম্পর্কে খুব কম অবগত। কিন্তু লিচুর খোসা মোটেই ফেলনা নয়। তবে অবশ্যই খাওয়া যায় না লিচুর খোসা। কিন্তু আপনি চাইলে রূপচর্চায় ব্যবহার করতে পারেন লিচু।
লিচু খোসা ব্যবহার করার সবচেয়ে সহজ উপায় হল লিচুর খোসার ফেস স্ক্রাব ব্যবহার করা। এর জন্য আপনাকে প্রথমে লিচুর খোসাটা একটু শুকিয়ে নিতে হবে। এরপর মিক্সার গ্রাইন্ডারে লিচুর খোসার সঙ্গে চালের গুঁড়ি, অ্যালোভেরা জেল এবং গোলাপ জল দিয়ে পিষে নিন। ব্যস তৈরি আপনার লিচুর খোসা স্ক্রাব। এবার এটা দিয়ে মুখ ও শরীরের অন্যান্য ত্বকে উপর ব্যবহার করু। এতে ত্বকের উজ্জ্বলতা দ্রুত ফিরে আসবে।
ত্বকের দাগ-ছোপ তুলতেও একই ভাবে কার্যকর লিচুর খোসা। ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করতে হবে লিচুর খোসাকে। ঘাড়ের কালশিটে দাগ তোলার জন্য প্রথমে লিচুর খোসাটা পিষে নিন। এর পর এতে লেবুর রস, নারকেল তেল আর হলুদ গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। এবার ওই পেস্টটা ঘাড়ে ২০ মিনিট মতো লাগিয়ে রেখে দিন। কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ঘাড়ের কালো দাগের পাশাপাশি মৃত কোষ দূর হয়ে যাবে।
একই ভাবে গোড়ালি কালো দাগ দূর করতেও কার্যকর লিচুর খোসা। এর জন্য আপনি একটি পেস্ট তৈরি করে নিতে পারেন। প্রথমে লিচুর খোসাগুলোকে পিষে নিন। তারপর এতে মিশিয়ে নিন মুলতানি মাটি, অ্যাপেল সাইডার ভিনিগার, বেকিং সোডা। এই মিশ্রণটি ২০ মিনিটের জন্য গোড়ালিতে লাগিয়ে রাখুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে গোড়ালি থেকে কালো দাগ-ছোপ সহজেই দূর হয়ে যাবে।