Fashion Tips: শাড়ি পরার সময় এই ৫টি বিষয় মাথায় রাখলে আপনার ফ্যাশনে আসবে লালিত্য..

আপনি কি জানেন, শাড়ি পরলে সবচেয়ে বেশি লালিত্য আসে ভারতীয় মহিলাদের মধ্যে?

Fashion Tips: শাড়ি পরার সময় এই ৫টি বিষয় মাথায় রাখলে আপনার ফ্যাশনে আসবে লালিত্য..
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2021 | 7:34 AM

করোনা কালেও স্টাইলে কোনও কমতি নেই। বলি থেকে টলি সেলেবরা শাড়িতেই মাত করছেন নেটদুনিয়া। বর্ষায় শুধু শাড়ি দিয়েও নজর কাড়তে পারেন, তা বলাই বাহুল্য। সুতির মিক্সম্যাচ ড্রেস, কুল শার্ট, টপস, স্কার্টস, শর্টস, রিসর্ট ওয়্যারের পাশাপাশি হালকা শাড়িও এই মুহূর্তে নয়া ট্রেন্ড। তবে এই ৫ ধরণের বিষয় অবশ্যই মাথায় রাখবেন। আপনি কি জানেন, শাড়ি পরলে সবচেয়ে বেশি লালিত্য আসে ভারতীয় মহিলাদের মধ্যে?

শাড়ি পরার সময় এই ৫টি বিষয় মাথায় রাখুন:

১) সময় ও উপলক্ষ বুঝে সঠিক শাড়ি নির্বাচন করুন। সকালে কোনও গৃহপ্রবেশের অনুষ্ঠানে হ্যান্ডলুম, তাঁত বা কটনের শাড়ি বেশ মানাবে। আনার রাতে জন্মদিনের পার্টি বা বিয়েবাড়িতে জমকালো শিফন, কাতান, মসলিন, সিল্ক বাছতে পারেন। ২) শাড়ি পরার ক্ষেত্রে সঠিক রং নির্বাচন কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। শাড়ির শুধু রঙের উপর ভিত্তি করেই চারুতা বোঝা যায়।

৩) বিভিন্ন ভাবে শাড়ি পরা যায়। সাবেকি, আটপৌড়ে, সামনে কুঁচি করে, ল্যাহেঙ্গার মতো করে, বাটারফ্লাই আরও নানাভাবে শাড়ি পরা যায়। তবে আপনাকে কখন কোন অনুষ্ঠানে ঠিক কোন ভাবে শাড়ি পরলে মানাবে সেই ধারণা হওয়া খুব প্রয়োজন।

৪) প্রতিটা শাড়ির সঙ্গে মিলিয়ে সঠিক ব্লাউজ না পরলে কিছুতেই সম্পূর্ণ হবে না আপনার সাজ। সবক্ষেত্রে শাড়ির পিস দিয়ে বানানো ব্লাউজ মানায় না, কিছু সিঙ্গল রঙের শাড়িতে কনট্রাস্ট ব্লাউজ পূর্ণতা দেয় সাজে।

৫) সবশেষে যেটা না হলে আপনার শাড়ি পরা লুকটাই সম্পূর্ণ হবে না, তা হল গয়ণা। ভারী সাবেকি শাড়ির সঙ্গে সোনার গয়ণা, হ্যান্ডলুমের সঙ্গে অক্সিডাইডের গয়ণা, শিফনের সঙ্গে স্টোনের গয়ণা সঠিক নির্বাচন করুন। শাড়ি পরেই নজর কারুন অফিস পার্টি থেকে বিয়ের অনুষ্ঠান সর্বত্র।