2021 Trending Accessories: ২০২১-এ এই সমস্ত আনুসঙ্গিক সাজে থাকলে, আপনি হবেন ট্রেন্ডিং..

শুধু পোশাক আর গয়না পরে নিলেই কি সঠিক সাজ হল? শুধু তাই নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তো সাজের ধরণেও তো আনতে হবে পরিবর্তন.. এই আনুসঙ্গিক জিনিস গুলো আপনার সাজের সঙ্গে জুড়ে গেলেই আপনি হবেন ট্রেন্ডি। কী কী জিনিস আপনাকে যুগোপযোগী করতে পারে, রইল তার হদিশ.. ১) একটা ফ্লোরাল প্রিন্ট, অ্যানিম্যাল প্রিন্ট বা […]

2021 Trending Accessories: ২০২১-এ এই সমস্ত আনুসঙ্গিক সাজে থাকলে, আপনি হবেন ট্রেন্ডিং..
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2021 | 9:25 AM

শুধু পোশাক আর গয়না পরে নিলেই কি সঠিক সাজ হল? শুধু তাই নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তো সাজের ধরণেও তো আনতে হবে পরিবর্তন.. এই আনুসঙ্গিক জিনিস গুলো আপনার সাজের সঙ্গে জুড়ে গেলেই আপনি হবেন ট্রেন্ডি। কী কী জিনিস আপনাকে যুগোপযোগী করতে পারে, রইল তার হদিশ..

১) একটা ফ্লোরাল প্রিন্ট, অ্যানিম্যাল প্রিন্ট বা বার্ড প্রিন্টের স্কার্ফ বদলে দিতে পারে আপনার লুক। কিংবা গাঢ় রঙের স্কার্ফ গলায় কোমরের বেল্টের সঙ্গে জড়িয়ে নিতে পারেন।

২) পোশাক নির্বাচনের ক্ষেত্রে নরম এবং আরামদায়ক কাপড় বাছাই করুন। কমফোর্ট এবং ক্যাজুয়াল লুকেই এখন নজর কাড়তে পারবেন আপনি সকলের।

৩) সাদা, কালো বা গাঢ় রঙের লার্টের সঙ্গে পরতে পারেন নেকলেস,জাঙ্ক জুয়েলারী বা ভারি চেন।

৪) আবার কুর্তার সঙ্গে একেবারেই উল্টো। সেখানে আবার ঝুমকো বা ঝোলা অক্সিডাইজের দুল। সঙ্গে একটা রং-বেরঙের জহর কোট রাখতে পারেন ফ্যাশানে।

৫) ঢিলা জিন্স কিন্তু এখন রমরমিয়ে চলছে ফ্যাশানে। সে ওয়ার্ক ফ্রম হোম হোক আর কফি ডেট।

৬) স্নিকার্স তো সবসময়ই জিন্সের সঙ্গে মানানসই। তবে এখন কাজ করা, পাথর বসানো চটি বেশ মানায় ঢিলা জিন্সের সঙ্গে।