Mimi Chakraborty: রিসেপশন পার্টির নিমন্ত্রণ রয়েছে? কো-অর্ড শাড়ি আর পাফ স্লিভস ব্লাউজে হোক দুর্দান্ত ফ্যাশন
Reception Look: ফ্লোরাল প্যার্টানের খুব সুন্দর একটি শাড়ি পরেছেন মিমি। গোলাপি, আকাশি, কালো কম্বিনেশনের এই শাড়িটি দেখতে যেমন সুন্দর তেমনই ক্লাসিও। এছাড়াও এই শাড়িটি খুব নরম, সহজে যেমন পরা যায় তেমনই গায়ে লেপ্টেও থাকে
শীত পড়তেই শুরু হয়েছে বিয়েবাড়ির মরশুম। সেই সঙ্গে পার্টি, অন্যান্য অনুষ্ঠান এসবও লেগেই রয়েছে। পরপর নিমন্ত্রণের চাপ, অফিস সব কিছু একসঙ্গে সামাল দিতে গিয়ে নাজেহাল সকলেই। এদিকে এমন সব দিন বছরে মাত্র একবারই আসে। তাই সুযোগ তো ছাড়া ঠিক নয়। কাজের চাপে অনেকেই ঠিক বুঝে উঠতে পারেন না যে কেমন ভাবে সাজবেন, কী ভাবে সময় ম্যানেজ করবেন। এদিকে সাজগোজ ছাড়া অনুষ্ঠান সম্পন্নই হয় না। সেই সঙ্গে ছবি তো তুলতেই হবে। শহরে হালকা শীতের আমেজ পড়ে গিয়েছে। সেই ভাবে তাই জামাকাপড় বেছে রাখুন। বিয়ের দিন যেমন সবাইকে এথনিকে দেখতে ভাললাগে তেমনই রিসেপশনে পার্টিওয়্যারে দেখতে বেশি ভাল লাগে। ডিজাইনার শাড়ি, কো-অর্ড সেট, রেডি টু ওয়্যার শাড়ি, স্কার্ট , লেহঙ্গা, শারারা যে কোনও কিছু একটা পরতে পারেন।
কো-অর্ড সেটের চাহিদা এখন তুঙ্গে। সে এয়ারপোর্ট লুক বা পার্টি লুক যাই হোক না কেন। এতদিন কো-অর্ড সেটে প্যান্ট-টপ, সালোয়ার এসবই দেখে এসেছি আমরা। সম্প্রতি মিমি চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রামে কো-অর্ড শাড়িতে দারুণ কিছু ছবি শেয়ার করেছেন। আর এই শাড়ির সঙ্গে গুছিয়ে সাজগোজও করেছেন তিনি। এক্ষেত্রে বেছে নিতে পারেন মিমির মত এমন শাড়ির কো-অর্ড সেট। ফ্লোরাল প্যার্টানের খুব সুন্দর একটি শাড়ি পরেছেন মিমি। গোলাপি, আকাশি, কালো কম্বিনেশনের এই শাড়িটি দেখতে যেমন সুন্দর তেমনই ক্লাসিও। এছাড়াও এই শাড়িটি খুব নরম, সহজে যেমন পরা যায় তেমনই গায়ে লেপ্টেও থাকে। এরকম শাড়িতে কুঁচ নিয়ে তেমন সমস্যা থাকে না। এছাড়াও শাড়িটির সঙ্গে খুব সুন্দর একটি ব্লাউজ পরেছেন। যেহেতু শীত তাই ফুল পাফ স্লিভসের একটি ব্লাউজ পরেছেন। ব্লাউজের সামনে চৌকো গলা হওয়াতে তা আরও বেশি সুন্দর লাগছে। এক পিন করেই শাড়িটি পরেছেন মিমি।
গলায় সিলভার আর স্টোন সেটিং দারুণ একটি চোকার পরেছেন তিনি। গলায় স্টাড ইয়াররিং। এমন গয়নার একটা আলাদা আভিজাত্য থাকে। একেবারে আধুনিক গয়না তবে তার মধ্যে একটা অন্যরকম ছোঁয়াও রয়েছে। ন্যুড মেকআপ, ঠোঁটে তেমনই শেডের লিপস্টিক, চোখে সুন্দর করে আইলাইনার পরেছেন। নজর এড়িয়ে যাচ্ছে না মিমির হেয়ারস্টাইলও। সব মিলিয়ে ভীষণ স্টাইলিশ দেখতে লাগছে মিমিকে। সহজ অথচ সুন্দর এমন লুক ট্রাই করতে পারেন আপনিও। রিসেপশনের দিনে এমন সাজে খুবই সুন্দর লাগে দেখতে।