Silk Sarees: আলমারি ঠাসা সিল্ক শাড়িতে, কী ভাবে নেবেন যত্ন?
Useful Methods To Maintain Silk Saree: অনেক সময়ে আলমারিতে শাড়ি ঝুলিয়ে রাখার সময়ে আমরা একটা হ্যাঙ্গারে একসঙ্গে তিন-চারটে শাড়ি রেখে দিই। সিল্কের শাড়ি এভাবে রাখতে নেই। কারণ একদম নিচের শাড়িতে তাহলে চাপ পড়ে আর দাগ হয়ে যায়
বরাবরই সিল্কের শাড়ির প্রতি ভীষণ ঝোঁক রিনিকার। আলমারি ভর্তি সিল্কের শাড়ি। তার সিল্কের কাসেকশন শুরু সেই কলেজে পড়ার সময় থেকে। নিজের বিয়েতেও প্ল্যান মাফিক বেশ কিছু সিল্কের শাড়িই কিনেছিল। সেই তালিকায় কাতান থেকে স্বর্ণচুড়ি কী নেই! সব শাড়িই বেশ সযত্নে রাখা থাকত ওর আলমারিতে। সময় করে শাড়ি বের করে রোদেও দিত। ভাত-কাপড়ের অনুষ্ঠানে শখ করে দারুণ একটা আশমানী রঙের কাতান কিনেছিল। কিন্তু সেই শাড়ি একবার-দুবারের বেশি তেমন পরাও হয়নি। প্রায় পাঁচ বছর পর একটি অনুষ্ঠান উপলক্ষ্যে সেই কাতান পরবে বলে ঠিক করল রিনিকা। শাড়ি, গয়নায় সুন্দর করে সেজে সেদিনের অনুষ্ঠানেও গেল। হঠাৎ এক পরিচিত তাকে ডেকে বলে শাড়ির আঁচল ছিঁড়ে গিয়েছে। এরপর খেয়াল করতে সে দেখে শাড়ি ভাঁজে বাঁজে ফেঁসে গিয়েছে। প্রিয় শাড়ির এমন অবস্থা দেখলে কার না মন খারাপ হয়।
সিল্কের শাড়ি যে বহু যত্নে রাখতে হয় একথা সকলেই জানেন। ঠিকমতো না রাখলেই কিন্তু সেই শাড়ি ফেঁসে যায়। এছাড়াও বিশেষজ্ঞরা বলেন মাঝে মাঝে সব শাড়ি ব্যবহার করচতে। দীর্ঘদিন ধরে শাড়ি পড়ে থাকলে তা কিন্তু নষ্টও হয়ে যায়। সিল্ক শাড়ি যে কোনও মেয়েপ রাছেই খুব মূল্যবৈন। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। সব সময় যে ভাল পছন্দসই সিল্ক শাড়ি বাজারে পাওয়া যায় এমনও নয়। পুরনো দিনের সিল্কের কোয়ালিটি এখন আর পাওয়াই যায় না। তাই এই সব শাড়ি কিন্তু যত্নে আগলে রাখা প্রয়োজন। দেখে নিন কী ভাবে যত্ন নেবেন সিল্কের শাড়ির-
সিল্ক শাড়ি কিন্তু কখনও বাড়িতে ধুতে যাবেন না। সব সময় লন্ড্রিতে দিন ড্রাই ওয়াশে। এমনকী ওয়াশিং মেশিনেও দেবেন না। এতে সুতো নষ্ট হয়ে যায়। ভরসাযোগ্য লন্ড্রিতে দেওয়ার চেষ্টা করুন। নইলে শাড়ির রং নষ্ট হয়ে যেতে পারে।
শাড়ি কখনোই আলমারিতে বেঁধে রাখবেন না কিছু দিয়ে। এতে শাড়ির জড়ি বা সুতো একে অন্যের সঙ্গে মিলে যাবে আর খুলে আসবে। দোকানের দেওয়া প্লাস্টিকও ব্যবহার করবেন না।
অনেক সময়ে জায়গায় না কুলালে আমরা একটু গুঁজে শাড়ি রেখে দিই। সিল্কের শাড়ির ক্ষেত্রে এটা করা যাবে না। এরকম করে সিল্কের শাড়ি রাখলে অত্যধিক ভাঁজ পড়ে শাড়ি খারাপ দেখতে হয়ে যাবে।
অনেক সময়ে আলমারিতে শাড়ি ঝুলিয়ে রাখার সময়ে আমরা একটা হ্যাঙ্গারে একসঙ্গে তিন-চারটে শাড়ি রেখে দিই। সিল্কের শাড়ি এভাবে রাখতে নেই। কারণ একদম নিচের শাড়িতে তাহলে চাপ পড়ে আর দাগ হয়ে যায়। বেনারসী, কাঞ্জিভরম এরকম ভারী শাড়ি হলে একটা হ্যাঙ্গারে একটা করে শাড়ি রাখুন। আর অন্য সিল্কের শাড়ি হলে দুটির বেশি রাখবেন না একসঙ্গে একটা হ্যাঙ্গারে।
সবচেয়ে ভাল হয় যদি সিল্কের শাড়ি আপনি হাল্কা কটনের কাপড়ের মধ্যে রাখতে পারেন। এর ফলে শাড়ি ঘেমে যাবে না বা একটা যে ভ্যাপসা ভাপ আসে, সেটা আসবে না। আর শাড়ির সুতো, কাজ সব ভাল থাকবে।