Mimi Chakraborty: মিমির ফ্যাশান উইক, কালো-হলুদ-আইভরি আর নানা পোশাকে ভরল তাঁর ইনস্টা পাতা
Fashion And Style: মিমির ইনস্টাগ্রাম যেন আস্ত একটা ফটো অ্যালবাম। এক সপ্তাহে কী কী স্টাইল করেন নায়িকা, রইল ছবি
এই গোটা একটা সপ্তাহ চমকদার ফ্যাশান ফটোশুটের মধ্যে দিয়েই গেল ম্যাক্স-চিকুর মায়ের। থুড়ি মিমি চক্রবর্তীর। নামের পাশে তাঁর অনেক তকমা। প্রথম পরিচয় অভিনেত্রী, দ্বিতীয় পরিচয় যাদবপুরের সাংসদ, তৃতীয় পরিচয় রাজনৈতিক এবং সমাজকর্মী। যে কোনও কারোর সমস্যায় সবার আগে হাত বাড়িয়ে দেন তিনি। পিছিয়ে আসেননা অন্যায়ের প্রতিবাদ থেকেও। তাঁর এলাকার মেয়েদের জন্য ক্যারাটের স্কুল, পথ কুকুরদের খাওয়ানো-সবদিকেই কিন্তু কড়া নজর তাঁর। বাড়ির সদস্য সংখ্যাও নেহাত কম নয়। চারপেয়ে দুই পুত্র ম্যাক্স আর চিকু তো আছেই। কখনও নিজের ইউটিউবের জন্য গানের ভিডিয়ো শ্যুট করছেন তো কখনও ফটোশুট- মোটকথা মিমি থেমে নেই। কাজ তাঁর চলছেই। এই সপ্তাহে ইনস্টা ভরিয়ে দিয়েছেন একের পর এক ছবিতে। আইভরি শাড়ি, হলুদ জাম্পস্যুট, কালো ডিপনেক ব্লেজারে উষ্ণতাব ছড়াচ্ছেন তিনি। আর তাই আজ রইল মিমির উইকেন্ড স্পেশ্যাল ফ্যাশান।
এই সপ্তাহেই একাধিক পোশাকে দেখা গেছে মিমিকে। কখনও আইভরি রঙা শাড়িতে আবার কখনও কালো জিম পোশাকে। প্রতি ক্ষেত্রেই একই রকম সুন্দর লাগে তাঁকে। মিমির সবথেকে বড় গুণ হল যে কোনও পোশাকই তিনি সুন্দর ভাবে ক্যারি করতে পারেন। তা শাড়ি হোক বা ওয়েস্টার্ন। কখনও অতিরিক্ত মেকআপ করেন না। মাত্র কয়েকদিন আগেই হলুদ রঙের অফ শোল্ডার জাম্পস্যুট পরে একটি ফটোশুট করেছেন তিনি। ছবি দেখে বোঝা যাচ্ছে নিউটাউনের আশপাশে কোথাও তিনি এই শুটটি করেছেন। জাম্পস্যুটের সঙ্গে ব্যাক ব্রাশ করে লো-বান করেছেন চুলে। পায়ে পয়েন্টেড শ্যু। কানে ছোট্ট দুল। আর মেকআপ ভীষণ সাধারণ। হালকা রঙের লিপস্টিক ছাড়া বিশেষ কিছুই নেই। ভাদ্রের নীল আকাশের সঙ্গে মিমির জামার এই হলুদ ভীষণ রকম উজ্জ্বল লাগছে।
এরপরদিন অন্য একটি শুটের ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে তাঁকে দেখা গিয়েছে কালো কিক্যুইনের কাজ করা কো-অর্ড সেটে। ডিপ ভি নেক এই কো-অর্ড সেটটিতে রয়েছে নেটের টাচও। এই সেটের মধ্যে রয়েছে কালো রঙের একটি ব্লেজার আর ট্রাউজার। মনোক্রোম্যাটিক এই আউটফিটে দেখতে খুবই সুন্দর লাগছে মিমিকে। আজকাল ফ্যাশানে ইন এই মনোক্রোম। আর মিমি তা সুন্দরভাবে ক্যারিও করেছেন। টলিউডে যে কয়েকজন অভিনেত্রী ফ্যাশান সচেতন তাঁদের মধ্যে অন্যতম হলেন মিমি। ফুলস্লিভ ব্লেজারের কারুকাজটিও খুব সুন্দর। কালো সুতোর এমব্রয়ডারিতে এই কো-অর্ড সেটের স্টাইলটিও অন্যরকম। প্রতিটি ছবিতে মিমিকে যেমন বোল্ড লাগছে তেমনই সুন্দরও লাগছে। ফুলস্লিভের ডিটেলিংটিও খুব সুন্দর। এই পোশাকের সঙ্গে নজর কাড়ছে মিমির হাতে থাকা কালো স্টোনের আংটিটি। গলায় পরেছেন পান্না দেওয়া নেকপিস। চোকে সুন্দর করে আইলাইনার দিয়েছেন। মেকআপে ধরে রেখেছেন সেই নিউড্রাল টাচ। প্রতিটি ছবিতে এত সুন্দর ভাবে এক্সপ্রেশন দিয়েছেন যে তাঁর থেকে চোখ সরিয়ে নেওয়া দায়। দারুণ ভাবে ক্যারি করেছেন মনোক্রোমও। মিস করবেন না মিমির কানে স্টেটমেন্ট স্টাড ইয়াররিংটিও।