Harnaaz Sandhu: দেশি লুকে গ্ল্যামারাস হারনাজ সান্ধু! অনবদ্য ছবিগুলি দেখুন এখানে…
বিশ্বসুন্দরীর মঞ্চে জাতীয় পোশাক বিভাগে সুন্দর গোলাপি রঙের লেহেঙ্গা-চোলি পরেছিলেন হারনাজ। তবে তাঁর দেশি লুক কিন্তু দেখার মত। কারণ পঞ্জাবের এই তরুণীর মনে-প্রাণে রয়েছে আপন দেশের মাটির গন্ধ।
সুস্মিতা সেন ও লারা দত্তের পর, তৃতীয় ভারতীয় হিসেবে মিস ইউনিভার্স ২০২১-এর খেতাব জিতে নিয়েছেন পঞ্জাবে হারনাজ কৌর সান্ধু। ২১ বছর পর ২১ বছরের তরুণীর মাথায় উঠে এল বিশ্বসুন্দরীর মুকুট। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে পশ্চিমী স্টাইলের পোশাক পরলেও ভারতীয় পোশাকে হরনাজকে কেমন লাগে তার কয়েক ঝলক এখানে দেওয়া হল।
বিশ্বসুন্দরীর মঞ্চে জাতীয় পোশাক বিভাগে সুন্দর গোলাপি রঙের লেহেঙ্গা-চোলি পরেছিলেন হারনাজ। তবে তাঁর দেশি লুক কিন্তু দেখার মত। কারণ পঞ্জাবের এই তরুণীর মনে-প্রাণে রয়েছে আপন দেশের মাটির গন্ধ। ডিজাইনার বরুণ ও নিধিকার তাক লাগানো একটি উজ্জ্বল হলুদ ও সিলভার লেহেঙ্গায় হারনাজ সান্ধুর লুক ছিল অসাধারণ। সঙ্গে ম্যাচিং দোপাট্টার সঙ্গে সিলভার চোলি-লেহেঙ্গাতে তাঁর উজ্জ্বল সৌন্দর্য যেন ছিটকে এসেছে।
View this post on Instagram
ইজরায়েলে যাওয়ার আগে কাপর্দার ব্র্যান্ডের একটি সুন্দর ডুয়েল টোতনড শাড়ি বেছে নিয়েছিলেন। সুন্দর গোল্ড ফয়েল দিয়ে তৈরি শাড়ির সঙ্গে ফুচিয়া ব্লাউজ পরেছিলেন তিনি। গোলাপী লিপ শেড ও হিরের কানের দুল ও আংটি বেছে নিয়েছিলেন অলঙ্কার হিসেবে।
View this post on Instagram
ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার ওয়্যারড্রোব থেকে লাইম-গ্রিন চিকনকারি আনারকলি কুর্তায় হারনাজকে সত্যিই অনন্য লেগেছে। সাদা রঙের সিক্যুইনের সঙ্গে গোটা বডিটাই ছিল ভারী চিকনকারীর এমব্রয়ডারির কাজ।
View this post on Instagram
আরও পড়ুন: Deepika Padukone: ছবির প্রচারে গিয়ে লাল লেয়ারড গাউনে সকলের মন জয় দীপিকার! দেখুন ছবিতে