Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Monami Ghosh: পাতলা সিক্যুইনের শাড়ি আর পাফ স্লিভ লো-কাট ব্লাউজে ‘চাঁদনি’ মনামী, ছবি দেখে কী করলেন ভক্তরা?

Fashion Tips: এই শাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েছেন আমেরিকান ডায়মন্ডের ভারী চোকার সেট। কানে বসা দুল। চুলে খোঁপা। নখ রাঙিয়েছেন সাদা নেলপলিশে। কপালে ছোট্ট সাদা টিপ

Monami Ghosh: পাতলা সিক্যুইনের শাড়ি আর পাফ স্লিভ লো-কাট ব্লাউজে 'চাঁদনি' মনামী, ছবি দেখে কী করলেন ভক্তরা?
কেমন লাগছে মনামীকে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 4:58 PM

টলিউডের একমাত্র নায়িকা যাঁর গত ১৬ বছরে এক বছরও বয়স বাড়েনি। খাতায়-কলমে অবশ্যই বেড়েছে কিন্তু তিনি মনের বয়স বাড়তে দেননি। ৩৫ পেরিয়েছেন অনেক আগেই ছুঁতে চললেন চল্লিশের সিঁড়ি , এখনও মনামী ঘোষ ছবি পোস্ট করা মানেই হিল্লোল ওঠে ফ্যানেদের মনে। শরীরের কোথাও বাড়তি মেদ নেই তাঁর। কোমর ঠিক আগের মতই আছে। মনামী ঘোষ আর বার্বি ডলের মধ্যে কোনও ফারাক নেই। নানা সাজে নানা রূপ ভক্তদের উপহার দেন তিনি। সেই সঙ্গে ফ্যাশান নিয়েও করেন একাধিক এক্সপেরিমেন্ট। শাড়ি, ওয়েস্টার্ন আবার কখনও মেটাল- সব রকমের ড্রেসেই দেখা মেলে তাঁর। সময় পেলেই ঘুরতে যান তিনি। কিছুদিন আগেই নিজের জন্মদিন উদযাপন করে ফিরলেন থাইল্যান্ড থেকে। সেই ছবি, ভিডিয়োতে মুগ্ধ নেটবাসী।

এবার অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাতে সাদায় নিজেকে মুড়ে দিলেন তিনি। ধরা দিলেন শ্বেতশুভ্র হয়ে। সাদা পাতলা নেটের শাড়ি বেছে নিয়েছেন তিনি। শাড়ি জুড়ে সিক্যুইন আর থ্রেডওয়ার্কের এমব্রয়ডারি রয়েছে। অফ হোয়াইট শিমার শাড়ি এখন ফ্যাশনে ইন। আর তাই বেছে নিয়েছেন নায়িকা। এই শাড়ির সঙ্গে ব্লাউজটি আরও আকর্ষণীয় করে তিনি বানিয়েছেন। সাদা অরগ্যাঞ্জায় লং পাফ স্লিভস বানিয়েছেন। হাতায় সুন্দর করে কেটে বসিয়েছেন শাড়ির পাড়। আর এতে তাঁকে খুবই সুন্দর দেখতে লাগছে। যাঁদের গড়ন রোগা তাঁদের এমন ব্লাউজে খুবই ভাল লাগে দেখতে।  লো-কাট ব্লাউজে বক্ষদেশের অনেকটাই উন্মুক্ত, স্পষ্ট বিভাজিকাও। এভাবেই সাদার উষ্ণতা বাড়ালেন মনামি। এই শাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েছেন আমেরিকান ডায়মন্ডের ভারী চোকার সেট। কানে বসা দুল। চুলে খোঁপা। নখ রাঙিয়েছেন সাদা নেলপলিশে। কপালে ছোট্ট সাদা টিপ। আর এই শাড়ির সঙ্গে মানানসই মেকআপ করেছিন তিনি। সুন্দর করে চোখে কাজল-আইলাইনার পরেছেন। মাস্কারা লাগিয়েছেন, শিমার ব্যবহার করেছেন। ঠোঁটে লাল লিপস্টিক। হাতে বড় স্টোনের আংটিও পরেছেন। মিডল পার্ট করে খোঁপা করেছেন।

সাদা রঙে সকলকেই খুব সুন্দর লাগে। আর মনামীও তার ব্যতিক্রম নন। গরমের সন্ধ্যায় কোনও পার্টি বা নিমন্ত্রণ থাকলে এভাবে সাজতে পারেন আপনিও। মনামীর এই ছবিতে কমেন্টে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। এমন আরও ছবি দেখার আবদারও করেছেন তাঁরা।