Nora Fatehi Fashion: এবার আর ওয়েস্টার্ন নয়, এথনিক লুকেই নজর কাড়লেন নোরা ফাতেহি…
সম্প্রতি নোরা তাঁর ইন্সটাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি একটা এথনিক ড্রেস পড়ে পোজ দিয়েছিলেন। তাঁর ছবিগুলো অত্যন্ত মার্জিত একটা লুক বহন করেছে।
নোরা ফাতেহির ফ্যাশন ফটোশুট সব সময়ই একটা নতুন চমক নিয়ে আসে। এথনিক ড্রেস হোক বা ওয়েস্টার্ন স্টাইল, অভিনেত্রী তাঁর পোশাকের সঙ্গে চেহারার যে সামঞ্জস্য বজায় রাখেন তা সবাইকে অবাক করে দেয়। নোরা তাঁর ইনস্টাগ্রামে যে বর্ধিত পরিবার গড়ে তুলেছেন, সেখানে তিনি সব সময় মনোরঞ্জনের উপকরণের জোগান দিয়ে থাকেন।
ডিভা তাঁর মোন্ডে ব্লুজকে একটা দারুণ ফটোশুট দিয়ে ভরিয়ে তুললেন। সম্প্রতি নোরা তাঁর ইন্সটাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি একটা এথনিক ড্রেস পড়ে পোজ দিয়েছিলেন। তাঁর ছবিগুলো অত্যন্ত মার্জিত একটা লুক বহন করেছে। একটা খুব সাধারণ মানের সাদা কুর্তা পরেছিলেন নোরা এই ফটোশুটের জন্য।
View this post on Instagram
নোরা ‘রুওয়া’-র ডিজাইন করা কুর্তাকেই বেছে নিয়েছিলেন। ডিজাইনারের হাউসের ওয়াড্রোব থেকে এই ক্রিম সাদা রঙের এমব্রয়ডারি করা কুর্তা সংগ্রহ করা হয়েছিল। কুর্তাতে হলুদ এবং ধূসর রঙের কলারের কাছে সুতোর কাজ আছে যাএর ডিজাইনে একটা অদ্ভুত নমনীয়তা যোগ করে। নোরা তাঁর এই সাজের সঙ্গে একটা ওড়না যোগ করেছেন। অভিনেত্রী অভিলাশা প্রিত জুয়েলারির একটি স্টেটমেন্ট রিং দিয়ে তাঁর গয়নার সাজ সম্পূর্ণ করেছিলেন। ন্যূনতম মেকআপের সঙ্গে খুলে রাখা চুলগুলো নোরার সাজকে আরও নিখুঁত করে দিয়েছিল। তিনি ছবির জন্য খুব মার্জিত পোজ দিয়েছিলেন।
শুভ্র শর্মা এবং চিন্তন শাহ নোরাকে এই এথনিক সাজে সাজিয়েছিলেন। নোরা নিউড আই শেড এবং নরম গোলাপী ঠোঁটে মেকআপ করেছিলেন। পোশাকটি ডিজাইনার হাউস রুওয়া ডিজাইনের ওয়েবসাইটে পাওয়া যায়। এই কুর্তার দাম ১২,৫০০ টাকা।
নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহির ক্লজেট তাঁদের বিশেষ অনুপ্রেরণায দেয়, যাঁরা বিভিন্ন সিলুয়েট পোশাকের ভ্যারিয়েশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে লজ্জা পান না। মুদ্রিত কাফতান থেকে শুরু করে ফ্লোর লং গাউন পর্যন্ত, তারকার যে কোনও ধরণের স্টাইল দর্শকদের কখনও হতাশ করে না। তাঁর সাম্প্রতিক ফটোশুটে তিনি নিজেকে একজন পরিমার্জিত ভারতীয় নারী হিসেবে তুলে ধরেছেন।
বলিউডে নোরাকে সর্বশেষ ওয়ার সিনেমা ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়াতে দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে এই সিনেমাতে অভিনয় করেছেন অজয় দেবগন, সোনাক্ষী সিনহা, সঞ্জয় দত্ত এবং আরও অনেক পরিচিত তারকা। নোরা তাঁর অভিনয়ের জন্য বেশ প্রসংশিতও হয়েছেন। অসাধারণ নৃত্যশিল্পীর পাশাপাশি একজন সুদক্ষ অভিনেত্রী হিসেবে নোরা নিজেকে তৈরি করে তুলছেন।
আরও পড়ুন: Alaya F Fashion: মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে বিকিনির রকমারি কালেকশনে নজর কাড়লেন আলায়া এফ…
আরও পড়ুন: Neeraj Chopra: জ্যাভলিন স্টিকের দামের সমান সোয়েটশার্ট পরে ফ্যাশন দুনিয়ায় নজর কাড়লেন নীরজ!