Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhagalpuri Silk: শাড়ির বাজারে এবার পুজোয় হিট এই সিল্ক, কেনার আগে অবশ্যই কিন্তু যাচাই করে নেবেন

Puja Shopping Tips: এই বছর প্রচুর রকম দামে ভাগলপুরী সিল্ক পাওয়া যাচ্ছে। তবে ১০০০ বা ১৫০০ টাকায় যে ভাগলপুরী সিল্ক পাওয়া যাচ্ছে সেই সব কিন্তু আর্ট সিল্ক। একটাও খাঁটি সিল্ক নয়। ঠিক ঠাক ঘিচা-তসরের দাম  কিন্তু ৩০০০ টাকা থেকে শুরু

Bhagalpuri Silk: শাড়ির বাজারে এবার পুজোয় হিট এই সিল্ক, কেনার আগে অবশ্যই কিন্তু যাচাই করে নেবেন
কী ভাবে চিনবেন ভাগলপুরী সিল্ক
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 9:00 AM

বিহারে গঙ্গার তীরে ছোট্ট একটি শহর হল ভাগলপুর। এক সময় পূর্ব ভারতের বৃহত্তম বাণিজ্য কেন্দ্র ছিল ভাগলপুর। ভাগলপুরের তসর-ঘিচা বিশ্বজুড়েই বিখ্যাত। ভাগলপুরী সিল্কের গুণগত মানের জন্যই তার এত খ্যাতি। ভারতীয় সংস্কৃতির সুষ্পষ্ট প্রতিফলন রয়েছে এই ভাগলপুরী কাজে। বৈদিক যুগে প্রথম নিদর্শন পাওয়া যায় এই তসরের। আর তখন রেশম সুতোর কাজের জন্যই এত প্রসিদ্ধ ছিল ভাগলপুর। এই সিল্কের জনপ্রিয়তার জন্য ভাগলপুরকে রেশম নগরীও বলা হয়। তসর সিল্ক থেকেই তৈরি হয় ভাগলপুরী সিল্ক। ভাগলপুরীর ডিজাইন আর এই তসরের প্যার্টান মহিলাদের খুবই প্রিয়। তসর ঘিচায় যেমন সুন্দর রং পাওয়া যায় তেমনই এর স্মার্ট ডিজাইন। ভাগলপুরী সিল্ক যেমন ট্রেন্ডি তেমনই ট্র্যাডিশন্যাল। মূলত নকশাই ফুটিয়ে তোলা হয় ভাগলপুরী শাড়িতে। এছাড়াও ফ্লোরাল, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এসবও ফুটিয়ে তোলা হয় এই ভাগলপুরী সিল্কের পাড়ে। এছাড়াও পর্দা, কুশান কভার, বেডশিট, টেবিল কভারও পাওয়াী যায় ভাগলপুরীতে।

এবছর পুজোর যে কয়েকটি সিল্ক ট্রেন্ডিং-এ রয়েছে তার মধ্যে আছে ভাগলপুরী সিল্ক। গোলাপী, হলুদ, সবুজ রঙের ভাগলপুরী প্রিন্ট দেখতেও খুব ভাল লাগে। ভাগলপুরী সিল্কের শাড়ির সঙ্গে ব্লাউজপিসও থাকে। ফলে একই প্রিন্টের শাড়ি-ব্লাউজ পরলে দেখতেও ভাল লাগে। জাঙ্ক জুয়েলারি দিয়ে এই ভাগলপুরির শাড়ি পরলে দেখতেও বেশ লাগে। ঘিচা তসরের মধ্যে যেমন প্লেন বডি থাকে তেমনই পুরো শাড়ি জুড়ে কাজও থাকে। যে কোনও কাউকে ভাল লাগে এই তসর সিল্কের শাড়িতে। আজকালকার মেয়েরা সকলেই যে শাড়িতে স্বচ্ছন্দ্য বোধ করেন এমন নয়। তাঁরাও এই শাড়ি সহজে পরতে পারবেন আর দেখতেও লাগবে খুব ভাল। এছাড়াও মা-মাসী-বাড়ির মহিলাদের উপহার দিতে খুবই ভাল এই তসর শাড়ি।

এই বছর প্রচুর রকম দামে ভাগলপুরী সিল্ক পাওয়া যাচ্ছে। তবে ১০০০ বা ১৫০০ টাকায় যে ভাগলপুরী সিল্ক পাওয়া যাচ্ছে সেই সব কিন্তু আর্ট সিল্ক। একটাও খাঁটি সিল্ক নয়। ঠিক ঠাক ঘিচা-তসরের দাম  কিন্তু ৩০০০ টাকা থেকে শুরু। ভাগলপুরী সিল্ক সফট তো হয়ই তবে এই প্যার্টান দেখতে ততটা মসৃণ লাগে না। এখনও না কিনে থাকলে এবার পুজোর জন্য একটা ভাগলপুরী শাড়ি কিনতেই পারেন আপনি। ভাগলপুরী কখনও কটনের মধ্যে হয় না সব সময় সিল্ক হয়