Swastika Dutta: ‘সাদা-কালো জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে’ শীতপ্রেম জমুক শিফনের উষ্ণ আলিঙ্গনে
Winter Fashion: শীত মানে নস্ট্যালজিয়া। বছরের এই শেষ মাসটা সকলেই রিল্যাক্সে কাটাতে চান। শীতের দিনে পার্টির ধুম বেশি। এর প্রধান কারণ হল আবহাওয়া। এই সময় ঠান্ডা থাকায় বাইরে পার্টি বেশ জমে। গরম গরম তন্দুরি, কাবাব আর পছন্দের পানীয়ের সঙ্গে আড্ডা জমতে বেশি সময় লাগে না। শীতে বিয়েবাড়ি, জন্মদিন নিমন্ত্রণ লেগে থাকে
এই বছর দারুণ ভাবে ট্রেন্ডিং-এ রয়েছে শিফন শাড়ি। এই শাড়ি যেমন নরম, তেমনই পরে আরাম। আর যেমন খুশি ভাবে পরাও যায়। আলিয়া ভাটের রকি রানি’র মুক্তির পর থেকে এই শিফনের প্রতি মানুষের প্রেম আরও বেশি বেড়েছে। বিয়েবাড়ি, পুজো থেকে শুরু করে পার্টি যে কোনও অনুষ্ঠানে এখন সহজেই সকলে বেছে নিচ্ছেন শিফন শাড়ি। শীত -গরম বা বর্ষা এমন ফিনফিনে শিফন দিয়ে কিন্তু দারুণ ভাবে স্টাইল করা যায়। লং কোট বা ক্রপ টপ স্টাইল কোর্টের সঙ্গে শিফন পরলে বেশ ভাল লাগে দেখতে। শিফনের সঙ্গে গুরুত্বপূর্ণ হল ব্লাউজ। যত সুন্দর ভাবে ব্লাউজ পরা যায় ততই সুন্দর খোলতাই হয় এই শাড়ির রূপ। সাধারণ এক রং বা এক প্যার্টানের হয় এই সব শাড়ি। আলাদা করে পাড় বসাতে পারেন চাইলে। তবে শিফনের উপর খুব ভারী কাজ কখনই হয় না।
শীত মানে নস্ট্যালজিয়া। বছরের এই শেষ মাসটা সকলেই রিল্যাক্সে কাটাতে চান। শীতের দিনে পার্টির ধুম বেশি। এর প্রধান কারণ হল আবহাওয়া। এই সময় ঠান্ডা থাকায় বাইরে পার্টি বেশ জমে। গরম গরম তন্দুরি, কাবাব আর পছন্দের পানীয়ের সঙ্গে আড্ডা জমতে বেশি সময় লাগে না। শীতে বিয়েবাড়ি, জন্মদিন নিমন্ত্রণ লেগে থাকে। অনেকে এই সময় ঘুরতেও যান। সব মিলিয়ে খাওয়া দাওয়া, সাজগোজ, পার্টি, সেলফির মাস হল ডিসেম্বর। ডিসেম্বরের পার্টিতে ওয়েস্টার্নের প্রাধান্য থাকলেও অনেকে শাড়ি পরেন। আর এই শীতেই যদি হয় প্রেমের শুরু কিংবা প্রেমের সম্পর্কে পড়তে চলেছে স্থায়ী শিলমোহর তাহলে অভিনেত্রী স্বস্তিকা দত্তের মত এমন কালো-সাদা শাড়ি বেছে নিতে পারেন।
সাদা-কালো ডোরাকাটা এই শাড়িতে স্বস্তিকাকে দেখতে লাগছে খুবই সুন্দর। ডিদাইনার স্রোতস্বিনীর কালেকশন থেকে এই শাড়িটি নিয়েছেন স্বস্তিকা। সঙ্গে কালো ডিপ নেক ভেলভেটের ফুলকারি ব্লাউজ। এইশাড়ির সঙ্গে স্বস্তিকা যে সব গয়না বেছে নিয়েছেন প্রতিটিই খুব সুন্দর। চুলে সাধারণ খোঁপা করে সামনে লক্স ছেড়েছেন। চোখের তলায় কাজল, কপালে ছোট্ট টিপ- শীতের ডেটিং-এ যাওয়ার জন্য একেবারে প্রস্তুত স্বস্তিকা। সামান্য শাড়িতে তাঁর মেদহীন ফিগার যেমন ভাবে ফ্লন্ট করেছেন তেমনই স্মার্ট লাগছে এই লুকে। শীতের দিনে সাদা-কালোর এমন কম্বিনেশনও দেখতে খুব ভাল লাগে। নতুন প্রেমে পড়েছেন কিংবা সেলফ ডেটেই উদযাপন করতে চান ক্রিসমাস? এমন লুক কিন্তু রাখতেই পারেন…