চিপসের কারির ভাইরাল ছবিকে কেন্দ্র করে নিন্দার ঝড় নেটপাড়ায়
২০২০ সাল থেকে বিচিত্র খাবারের রেসিপির সমন্বয়ের সাক্ষী থেকেছি। ২০২১ সালেই বা তার অন্যথা হবে ! রেসিপির পিছনে যে উদ্বাবনী ও পরীক্ষামূলক পর্যায় রয়েছে তা বলাই বাহুল্য ।
বিচিত্র দেশে বিচিত্র মানুষের দেখা পাওয়াই স্বাভাবিক। কিছুদিন আগে চকোলেট ম্যাগির রেসিপি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়েগিয়েছিল, এবার ইন্টারনেটে ঝড় তুলেছে আলুর চিপসের কারি! সোশ্যালমিডিয়ায় পটেটো চিপসের ভাইরাল ছবি নিয়ে তর্কের অন্ত নেই। এমন অদ্ভূত ও বিচিত্র ডিশ পোস্ট করাহয়েছে ফেসবুকের কলকাতা ফুড ট্রটারস নামে একটি গ্রুপের পেজ থেকে।
ফেসবুকে পোস্ট করা হলেও, তীব্র আলোচনা তৈরি হয়েছে টুইটারে। ছবির স্ক্রিনশট শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, এই ভাবে হত্যা করা জন্য নূন্যতম ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া উচিত! ছবি দেখে বোঝাই যাচ্ছে, কারিটি তৈরি করা হয়েছে শুধুমাত্র আলুর চিপস দিয়েই। অর্থাত, সবজি বা মাংসে বদলে কারি বানানো হয়েছে পটেটো চিপস দিয়ে।
Minimum 14 years of rigorous imprisonment for this confession of Murder pic.twitter.com/wKVaceg1rl
— Gabbbar (@GabbbarSingh) June 7, 2021
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানা মতভেদ। বিচিত্র ডিশ নিয়ে নেটিজেনদের মন্তব্যগুলি একবার দেখে নিন…
আরও পড়ুন : দেশি ট্যুইস্ট! ‘ফিউশন বার্গার’ বেচে কোটিপতি এই পাইলট
Reminds me of Sev Tamatar from Indore ??
— Vikass (@Iamvikasr) June 7, 2021
— Satyanweshi Donnie Baba (@dubeanupam) June 7, 2021
Horrible and interesting at the same time?
— Saksham Arora (@SakshamAroraaa) June 7, 2021
Next someone will call their biscuits drowned in chai as ‘tea flavoured cookie pudding ‘ ?
— banani?? (@banani12) June 7, 2021
Crime against humanity
— Natkhat Parindey (@parindeeyy) June 7, 2021