আট প্লেট ঝালমুড়ি একাই খেলেন সারা আলি খান?
এই ঝালমুড়িই কি আট প্লেট একা সাবার করে দিয়েছেন সারা? ছবি দেখে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।
সম্প্রতি বলিউড অভিনেত্রী সারা আলি খান সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেখানে একটা নয়, দুটো নয়, আট প্লেট ঝালমুড়ি। নায়িকা সেই ছবিতে একটি স্টিকার পোস্ট করে লেখেন ‘সুপার ইয়ামি’। প্রশ্ন উঠছে সারা কি তবে খুব স্পাইসি ফুড খান? দ্বিতীয়ত, আট প্লেট ঝালমুড়িই কি একা খেলেন নায়িকা?
সারা আলি খান অভিনীত শেষ ছবি ‘হিরো নম্বর-১’। ডেভিড ধাওয়ান এই সিনেমা পরিচালনা করেন। অভিনয় করেন সারা আলি খান এবং বরুণ ধাওয়ান। বছরের শেষের দিকে রিলিজ করা এই সিনেমাটি খুব ভাল রেসপন্স পায়নি। ২০২০-তে সারা আলি খান অভিনয় করেন লাভ-আজকাল ২ তে। এ সিনেমা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের মধ্যে। চলতি বছর ২৫ বছর বয়সি অভিনেত্রী অক্ষয় কুমারের আগামী ছবি ‘আতরঙ্গী রে’-তে অভিনয় করছেন। ছবির জন্য তিনি এখন যথাযথ ডায়েটের মধ্যে রয়েছেন। সময় মতো জিম এবং ডায়েট করেন তিনি। তাহলে এই স্পাইসি খাবার কেন?
ঝালমুড়ি মূলত বাঙালিদের সন্ধে বেলার খাবার। বাঙালি বাড়িতে আগে অতিথি এলে মুড়ি দিয়েই আপ্যায়ন চলত। মফস্বল অঞ্চলে একথালায় মুড়ি মেখে, সেখান থেকে একসঙ্গে সবার মুড়ি খাওয়ার চল রয়েছে। চানাচুর, শসা, পেঁয়াজ মাখা এই মুড়িকেই ঝালমুড়ি বলে। এই ঝালমুড়িই কি আট প্লেট একা সাবার করে দিয়েছেন সারা? ছবি দেখে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।