বিধ্বস্ত, একবেলার অন্ন জোটানাই এখন বড় চ্যালেঞ্জ ! রইল ঠিকানা এখানে গেলেই পাবেন বিনামূল্যে খাবার

এক অন্যরকম প্রচেষ্টা নিল ভার্জিনিয়ার এক রেস্তোরাঁ ‘পারফেক্টলি ফ্র্যাঙ্ক।’ এই উদ্যোগে সামিল হয়েছেন অনেকেই। যাঁরা এই রেস্তোরাঁয় খেতে আসেন তাঁদের মধ্যে অনেকেই নিজের সামর্থ্য মত ডোনেট করেছেন।

বিধ্বস্ত, একবেলার অন্ন জোটানাই এখন বড় চ্যালেঞ্জ ! রইল ঠিকানা এখানে গেলেই পাবেন বিনামূল্যে খাবার
Follow Us:
| Updated on: Mar 18, 2021 | 6:21 PM

সারা বিশ্ব বিগত এক বছর ধরে একটাই সমস্যায় জর্জরিত। তা হল কোভিড ১৯। প্যানডামিক কেড়ে নিয়েছে অনেকের মুখের হাসি। অনেকেই হারিয়েছেন চাকরি। এই প্রতিকূলতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছেন অনেকে। এর মাঝেই তাঁদের মুখে হাসি ফোটাতে এক অন্যরকম প্রচেষ্টা নিল ভার্জিনিয়ার এক রেস্তোরাঁ ‘পারফেক্টলি ফ্র্যাঙ্ক।’

পারফেক্টলি ফ্র্যাঙ্ক ঠিক করেছে দিনে একবেলার খাবার সেইসব মানুষদের বিনামূল্যে দেবেন যাঁরা এই মূহূর্তে খুবই সংকটজনক পরিস্থির মধ্যে দিন অতিবাহিত করছেন। যাঁরা দুঃস্থ তাঁরা বিনামূল্যের খাবার জন্য কোনও রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে না। রেস্তোরাঁর বাইরে চালান রাখা আছে। সেই চালান দেখালেই দেওয়া হবে খাবার।

এই উদ্যোগের নাম রাখা হয়েছে ‘ফ্র্যাঙ্ক ফর ফ্রেন্ডস।’ চলতি মাসের প্রথম দিকে এই উদ্যোগটি নেয় পারফেক্টলি ফ্র্যাঙ্ক। রেস্তোরাঁ মালিক তারা মরিসের কথায় প্রথমদিকে মনে হচ্ছিল এই উদ্যোগের অনেকে অপব্যবহার করতে পারে। কিন্তু যতদিন এগোচ্ছে ধারণা পাল্টাচ্ছে।

আরও পড়ুন :জেনে নিন বাঙালির শীত-গ্রীষ্মের জুতো-চর্চা

এই উদ্যোগে সামিল হয়েছেন অনেকেই। যাঁরা এই রেস্তোরাঁয় খেতে আসেন তাঁদের মধ্যে অনেকেই নিজের সামর্থ্য মত ডোনেট করেছেন। এমনও হয়েছে যাঁরা যাঁরা এই রেস্তোরাঁয় কাজ করেন তারা প্রত্যেকে একশো ডলার করে টিপস্ পেয়েছেন। তারার কথায় “ আমি এখনও পর্যন্ত গুণেই উঠতে পারিনি ঠিক কত টাকা উঠেছে। তবে দেখে যা মনে হচ্ছে আমার এই উদ্যোগ আমি বেশ ভাল ভাবে টেনে নিয়ে যেতে পারবো।” তারার মত এইভাবে এগিয়ে এলেই তবে সবাই মিলে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারব, এই আশা করাই যায়।