সময়ের আগেই জাপানে ফুটল চেরি ব্লসম, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেই এই পরিবর্তন, বলছেন বিজ্ঞানীরা
জাপানের Meteorological Agency- র আধিকারিক Shunji Anbe জানিয়েছেন, এমনিতেই চেরি গাছ খুব স্পর্শকাতর অর্থাৎ সেনসিটিভ। আর আবহাওয়ার পরিবর্তনের সময় এইসব গাছ আরও সেনসিটিভ হয়ে পড়ে। শুধু তাই নয়, এইসব গাছে ফুল এলে তার ধরণ দেখেও আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়।
Most Read Stories