সারা যেন সিন্ডারেলা, নতুন ফটোশুটে রাজকুমারীর লুকে হাজির নবাব-কন্যা
নতুন লুকে সারাকে দেখে সত্যিই চোখ ফেরানোর উপায় নেই। তবে অভিনেত্রীর সুন্দর পোশাক, মানানসই সাজগোজ-মেকআপকে টেক্কা দিয়েছে এই পোশাকের দাম।
রূপকথার গল্পের সিন্ডারেলা তো প্রায় সব মেয়েরই পছন্দের এবং স্বপ্নের চরিত্র। স্কুলের ‘ফ্যান্সি ড্রেস’ প্রতিযোগিতায় হয়তো অনেকে ছোটবেলায় সেজেওছেন সিন্ডারেলা। তবে এবার বড়বেলায় এসে সিন্ডারেলা সাজলেন সারা আলি খান। বলিউডের অভিনেত্রী সদ্যই ইনস্টাগ্রামে একটি ফটোশুটের ছবি শেয়ার করেছেন। আকাশি রঙের শর্ট ড্রেসে সারাকে লাগছে একদম ‘ডিজনি প্রিন্সেস’। রাজকুমারীর লুকে সেজে সারা নিজেই লিখেছেন ‘সিন্ডারেলা স্টোরি’।
নরওয়ের ফ্যাশন ডিজাইনার Kristian Aadnevik- এর ব্র্যান্ড Aadnevik- এর র্যাফেল গাউনে সেজেছেন সারা। পোশাকের সামনের অংশ একেবারেই শর্ট ড্রেসের মতো। পিছনে রয়েছে লম্বা ভেলের মতো ডিজাইন। হাল্কা আকাশি রঙের এই পোশাকে স্লিভলেস হাতার অংশে রয়েছে র্যাফেল ডিজাইনের মতো ফ্লাফি অর্থাৎ ফুলে থাকা কুচি। সারাকে দেখে মনে হচ্ছে সত্যিই যেন ডিজনিল্যান্ডের কোনও রাজকুমারীর ফটোশুট চলছে।
View this post on Instagram
ন্যুড লিপস্টিক, টানটান করে বাঁধা পনিটেল, পায়ে স্টিলেটো— সাজ বলতে রয়েছে এটুকুই। পোশাকের সঙ্গে মানানসই হাল্কা মেকআপও করেছেন নবাব কন্যা। হাতে পরেছেন কয়েকটা আংটি। আর গাঢ় আই-মেকআপে সাজিয়েছেন নিজের চোখ। পোশাকের সঙ্গে ম্যাচ করে নেলপলিশও পরেছেন সারা। নতুন লুকে সারাকে দেখে সত্যিই চোখ ফেরানোর উপায় নেই। তবে অভিনেত্রীর সুন্দর পোশাক, মানানসই সাজগোজ-মেকআপকে টেক্কা দিয়েছে এই পোশাকের দাম।
শোনা গিয়েছে, ভারতীয় মুদ্রায় এই পোশাকের দাম ১৫ লক্ষেরও বেশি। একটা ফটোশুটের জন্য নবাব কন্যার পোশাকের দাম শুনে চোখ ছানাবড়া অবস্থা অভিনেত্রীর অনুরাগীদের। জানা গিয়েছে, নরওয়ের ফ্যাশন ব্র্যান্ড Aadnevik- এর অটাম/উইন্টার ২০২০ কালেকশনের ছিল সারার পরনের এই ‘প্রিন্সেস ড্রেস’। তবে পোশাক ১৫ লাখের বলে যেমন নজর কেড়েছে, তেমনই তাক লাগিয়েছে সারা আলি খানে সৌন্দর্যও।