আপনি কি জানেন, ভারতের এই ৪ মন্দিরে পুরুষ প্রবেশ একেবারেই নিষিদ্ধ!
সম্প্রতি তিরুপতি মন্দিরে ঋতুবতি মহিলাদের প্রবেশ নিষেধ নিয়ে মামলা হাইকোর্ট অবধি গিয়েছিল। আপনি কি জানেন? এ দেশেই বেশ কিছু এমন মন্দির রয়েছে যেখানে পুরুষের প্রবেশাধিকার নেই। জেনে নিন সেই নামগুলো...
ভারত দেশটিকে ভগবানের ভূমি বলা হয়ে থাকে। এই দেশের সর্বত্র মানুষের প্রতি রন্ধ্রে রন্ধ্রে গেঁথে রয়েছে ভক্তি। এ দেশে মানুষ, মানুষের চেয়ে ভগবানকে বিশ্বাস করে। আর এই বিশ্বাস নিয়ে রাজনীতি, দূর্ণীতি, কুসংস্কারের তালিকাও কম নেই। তবে এখানে ভগবানের স্থানগুলিকে কেন্দ্র করেই পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে প্রচুর। সম্প্রতি তিরুপতি মন্দিরে ঋতুবতি মহিলাদের প্রবেশ নিষেধ নিয়ে মামলা হাইকোর্ট অবধি গিয়েছিল। আপনি কি জানেন? এ দেশেই বেশ কিছু এমন মন্দির রয়েছে যেখানে পুরুষের প্রবেশাধিকার নেই। জেনে নিন সেই নামগুলো…
১) আত্তাকূল ভগবতী মন্দির, কেরল: আত্তাকূল ভগবতী মন্দিরের এক ধরনের পুজো হয়, যা সম্পূর্ণ মহিলা পরিচালিত। ‘আত্তাকূল পোঙ্গালা’ উৎসব চলে টানা ১০দিন ধরে। এই অনুষ্ঠানে পুরুষ প্রবেশ একেবারেই নিষিদ্ধ।
২) ভগবান ব্রহ্মার মন্দির, রাজস্থান: এই মন্দিরে পুজোর সময় বিবাহিত পুরুষদের প্রবেশ নিষেধ।
৩) মাতা মন্দির, মুজাফ্ফরনগর: অসমের কামাক্ষ্যা মন্দিরে একটি বিশেষ সময়ে মা ঋতুবতি অবস্থায় থাকেন। তখন, গর্ভগৃহে পুরুষদের প্রবেশ নিষেধ।
৪) দেবী কন্যাকুমারী মন্দির, কন্যাকুমারী: এই মন্দিরে শুধুমাত্র সন্যাসী পুরুষরা ঢুকতে পারেন, সাধারণত মহিলাদেরই প্রবেশাধিকার রয়েছে এই মন্দিরে।