বন্যার জলে প্রায় ৭০ শতাংশ ডুবে কাজিরাঙা! কড়া সিদ্ধান্ত অসম সরকারের

শুকনো জমির সন্ধানে ৩৭ নং জাতীয় সড়কের কাছে জঙ্গলের প্রচুর পশু-জানোয়ারদের দেখা গিয়েছে। পার্কের কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্দ্যানের প্রায়. ৭০ শতাংশই বন্যার জলে ডুবে গিয়েছে।

বন্যার জলে প্রায় ৭০ শতাংশ ডুবে কাজিরাঙা! কড়া সিদ্ধান্ত অসম সরকারের
কাজিরাঙা জাতীয় উদ্দ্যান
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2021 | 7:13 AM

প্রতিবছরের মতো এবারেও বন্যার জলে ডুবতে বসেছে অসমের বিখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যান। জানা গিয়েছে, বন্যার জলে পার্কের প্রায় ৭০ শতাংশই ডুবে গিয়েছে। বন্যায় বিধ্বস্ত জঙ্গলের পশুরা শুকনো জায়গার খোঁজে জাতীয় সড়কের দিকে চলে আসতে শুরু করেছে। এমনকি বন্যা থেকে বাঁচতে শুকনো ও সুরক্ষিত জায়গায় আশ্রয়ের জন্য হাইওয়ে অতিক্রম করারও চেষ্টা করছে বন্য জন্তু-জানোয়াররা। একদিকে ভয়াল বন্যা, অন্যদিকে হাইওয়েতে ভারী যানচলাচল নিয়ন্ত্রণ, সব দিক বিচার করে একটি সিদ্ধান্তে পৌঁচেছে অসম সরকার। কাজিরাঙা জাতীয় উদ্যান চত্বরে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কড়া পদক্ষেপ নিয়েছে ওই রাজ্যের সরকার।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশুদের নিরাপত্তার জন্য ভারী যানচলাচল এড়িয়ে যাওয়া উচিত। বনবিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, পার্কে দ্রুতগামী যানবাহনের জেরে ইতোমধ্যেই তিনটি হগ হরিণ দুর্ঘটনাগ্রস্ত হয়ে মারা গিয়েছে। কাজিরাঙা জাতীয় উদ্যানের টুইটারে এক নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কাজিরাঙায় যান চলাচল এড়াতে ভারী ট্রাকগুলি উত্তর দিকের রাস্তা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বনদপ্তরের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, রাতের বেলা পার্ক থেকে বের হওয়ার সময় ধারালো বর্শা ব্যবহার করে এক মহিলা সোয়াম্প হরিণকে মারা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি, শুকনো জমির সন্ধানে ৩৭ নং জাতীয় সড়কের কাছে জঙ্গলের প্রচুর পশু-জানোয়ারদের দেখা গিয়েছে। পার্কের কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্দ্যানের প্রায়. ৭০ শতাংশই বন্যার জলে ডুবে গিয়েছে। ব্রহ্মপুত্র ও অন্যান্য নদীগুলির জল এখন পার্কের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে বন্যার আকার ভয়াবহ ধারণ করেছে।

এ প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা টুইটারে বলেছেন, “আমরা সবাই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান নিয়ে গর্ববোধ করি।কাজিরাঙার পশুরা নিরাপত্তার কারণে ৩৭ নং জাতীয় সড়ক এড়িয়ে যাওয়ার আবেদন জানানো হচ্ছে।” বিশেষ করে ট্রাক ও অন্যান্য যানবাহনগুলি জাতীয় সড়ক ব্যবহার না করার নির্দেশ জারি করা হচ্ছে। তার বদলে ১৫ নং জাতীয় সড়ক ব্যবহার করার আবেদন জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: পুজোয় পর্যটকদের জন্য সুখবর! এবার পাহাড়ের কোলে ছুটবে কাচের ট্রেন!