Kerala: পর্যটকদের জন্য সুখবর! পুনরায় হাউসবোট পরিষেবা চালু করল কেরালা সরকার
রাজ্যের পর্যটনকে চাঙ্গা করতে পুনরায় হাউসবোটের পরিষেবা শুরু করেছে কেরালা সরকার।
করোনা পরিস্থিতি থাবা বসিয়েছিল দেশের পর্যটন শিল্পে। রাতারাতি বন্ধ হয়ে গিয়েছিল একাধিক পর্যটন কেন্দ্র। পরিস্থিতি একটু স্বাভাবিক হতে ধীরে ধীরে খুলতে শুরু করে সেই পর্যটন কেন্দ্রগুলি। কিন্তু বন্ধই ছিল কেরালার হাউসবোট। কিন্তু রাজ্যের পর্যটনকে চাঙ্গা করতে পুনরায় হাউসবোটের পরিষেবা শুরু করেছে কেরালা সরকার।
কেরালা হচ্ছে এমন একটি রাজ্য যেখানে বেশির ভাগ মানুষ জীবিকা নির্ভর করে এই পর্যটন কেন্দ্রগুলির ওপর। সেখানেই দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল কেরালা হাউসবোট। নদী কেন্দ্রিক পর্যটন শিল্পকে উন্নত করতে ইতিমধ্যেই একাধিক উদ্যোগ গ্রহণ করেছে কেরালা সরকার। এখন আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হল হাউসবোট পরিষেবা।
আন্তর্জাতিক পর্যটকদের আনাগোনা এখনও সেই ভাবে সচল হয়নি দেশে। তবে ডোমেস্টিক পর্যটকদের সংখ্যা বেশ ভালই বেড়েছে রাজ্যে। আর কত দিনই বা মানুষ গৃহবন্দী হয়ে থাকবে! কেরালার মতে রাজ্যে একাধিক পর্যটক কেন্দ্র রয়েছে, যা মানুষকে প্রকৃতির সঙ্গে যোগসূত্র স্থাপন করতে সাহায্য করে। সেখানে হাউসবোট একটি বিশেষ ভূমিকা পালন করে।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে যদিও কোট্টায়ামে শুরু হয়েছিল হাউসবোট পরিষেবা। কিন্তু সেভাবে আগের মত জনপ্রিয়তা পায়নি পর্যটকদের মধ্যে। এই ডোমেস্টিক পর্যটকদের সংখ্যা আরও বাড়াতে এই হাউসবোট পরিষেবা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেরালা রাজ্য সরকার। সরকারের এই সিদ্ধান্তে হাসি ফুটে পর্যটকদের। এর পাশাপাশি খুশির হাওয়া দেখা যাচ্ছে হাউসবোটের মালিকদেরও।
তবে এখনও অন্ধকারের ছায়া পুরোপুরি কাটেনি। ইতিমধ্যেই ওমিক্রন থাবা বসিয়েছে দেশের একাধিক জায়গায়। বাদ নেই কেরালাও। জানা গিয়েছে, ওমিক্রনের জন্য ইতিমধ্যেই হাউসবোটের বুকিং ক্যান্সেল হতে শুরু হয়েছে বেশ কয়েকটি জায়গায়। অন্যদিকে, জানুয়ারি মাসের বুকিং দ্রুত হ্রাস পেয়েছে। তবে পুনরায় এই ব্যবসাটি নতুন করে সাজানোর চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি, বেইপোর ওয়েস্ট ফেস্ট, ভারতের অন্যতম বড় ওয়াটার থিম ইভেন্ট রাজ্য সরকার দ্বারা রাজ্যের হাউসবোট পরিষেবা বাড়াতে আয়োজিত হয়েছিল।
আরও পড়ুন: এবার ট্রেক করুন ট্রান্স ভুটান ট্রেইলে! দীর্ঘ ৬০ বছর পর পুনরায় খুলতে চলেছে এই ঐতিহাসিক পথ
আরও পড়ুন: পাহাড়ের রানি হলেও জনপ্রিয়তা বেড়েছে মুসৌরির আনাচে-কানাচে লুকিয়ে থাকা এই অফবিটগুলির