UK Travel: পুজোর ছুটিতে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন? খেয়াল রাখুন এই কয়েকটি বিষয়…

মার্কিন মুলুকে যেতে হলে কী কী নিয়ম মানতে হবে জেনে নিন...

UK Travel:  পুজোর ছুটিতে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন? খেয়াল রাখুন এই কয়েকটি বিষয়...
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2021 | 6:50 PM

মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পর্যটকদের জন্য বেশ কিছু নতুন কোভিডবিধি তৈরি করেছে। যারা কোভিশিল্ড টিকার দুটো ডোজ নিয়ে নিয়েছেন ইতিমধ্যেই তাঁদের জন্যও রয়েছে বেশ কিছু নিয়মাবলী। যাঁরা কোভ্যাক্সিনের দুটো ডোজ নিয়েছেন, তাঁদের প্রবেশাধিকার নেই এদেশে। তবে মার্কিন মুলুকে যেতে হলে কী কী নিয়ম মানতে হবে জেনে নিন…

  • শুক্রবার যুক্তরাষ্ট্র নতুন কোভিডের নিয়মাবলী প্রকাশ করেছে। তারমধ্যে বলা আছে সম্পূর্ণ টিকাকরণ হওয়ার পর ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতীয় পর্যটকদের। তবে ইংল্যান্ডে প্রবেশের আগে ১৪ দিনের কোয়ারেন্টাইন অতি আবশ্যক।
  • যুক্তরাষ্ট্র তার কোভিডবিধির তালিকায় পর্যটকদের তিন তালিকায় অন্তর্ভূক্ত করেছেন, লাল, হলুদ, সবুজ। ভারতীয় পর্যটকদের ‘হলুদ’ তালিকাভুক্ত করেছে দেশ।
  • হলুদ তালিকার অন্তর্ভুক্ত হওয়ার জন্য মার্কিন মুলুকে প্রবেশ করার আগে পর্যটকদের করোন পরীক্ষা করতেই হবে। কোভিড নেগেটিভ রিপোর্ট এলেই এদেশে প্রবেশে অনুমতি পাবেন ভারতের পর্যটকেরা। পর্যটকদের বিমানে ওঠার ২ দিন আগে কোভিড টেস্ট করাতে হবে।
  • যে ভারতীয়রা কোভিশিল্ড টিকা নিয়েছেন ইতিমধ্যেই, তাদের মার্কিন মুলুকে যাওয়ার ৩ দিন আগে করোনা পরীক্ষা করতে হবে।
  • পর্যটকদের দেশে প্রবেশ করে ২ দিন এবং ৮ দিনের মাথায় মার্কিন মুলুকে করোনা পরীক্ষা করতে হবে ওই দেশের মূল্যে।
  • ভারতীয় পর্যটকদের মার্কিন মুলুকে গেলে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক।
  • যদি কোভিড পজিটিভ রিপোর্ট আসে কোনও পর্যটকের, সেক্ষেত্রে তাঁর ঘরের যাবতীয় জিনিস ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ বলে পরিচিত হবে। সেক্ষেত্রে আসবাবপত্রও স্যানিটাইজ করা হবে।
  • দেশে ঢুকেই প্রতি যাত্রীকে লোকেটর অন রাখতে হবে। দেশের যে যে জায়গায় ঘুরছেন পর্যটকরা, তার সম্পূর্ণ হিসেব রাখা হবে।
  • সবুজ তালিকার অন্তর্গত দেশ থেকে আসা পর্যটকদেরও ৩ দিন আগে কোভিড পরীক্ষা করতে হবে।

আগামী ৪ অক্টোবর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুধুমাত্র লাল তালিকা থাকবে। যে পর্যটকেরা লাল তালিকার বাইরে থেকে আসবে, তাঁদের জন্যই শুধু কোভিডবিধি প্রযোজ্য হবে।

আরও পড়ুন: বার্ডওয়াচাদের কাছে এক অনবদ্য ঠিকানা উত্তরবঙ্গের এই গ্রাম!