Makar Sankranti 2025: ভোক্কাট্টা! মকর সংক্রান্তিতে কেন আকাশ ঢেকে থাকে ঘুড়িতে? রইল অজানা তথ্য
Hindu Festivals: আর ঠিক ১দিন পর মকর সংক্রান্তি। এই দিন কেন ঘুড়ি ওড়ানো হয়, জানেন কি? আসলে এর নেপথ্যে লুকিয়ে এক স্থানীয় বিশ্বাস। বিস্তারিত জেনে নিন।
আর মাত্র ১দিন বাকি। তারপরই শোনা যাবে ভোক্কাট্টা! অবাক হচ্ছেন? বিষয়টা পরিষ্কার করা যাক। আসলে ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি (Makar Sankranti) মানেই যেন পিঠে পুলির উৎসব। শীতের সকালে মিঠেকড়া রোদে গা ভাসিয়ে ওম নেওয়ায় মাতে সকলে। নতুন ধান, খেজুরের গুড় এবং পাটালির সুন্দর গন্ধে চারিদিক ম ম করে।। মূলত নতুন ফসলের উত্সবকে পৌষ পার্বণ (Paush Parban) হিসেবে বাংলায় পালন করা হয়। আর মকরসংক্রান্তি নতুন ফসলের উৎসব ছাড়াও ভারতীয় সংস্কৃতিতে ‘উত্তরায়ণের সূচনা’ বলা হয়ে থাকে। এই দিন দেশের বিভিন্ন প্রান্তের আকাশে রং বেরংয়ের ঘুড়ি উড়তে দেখা যায়। কেন মকরসংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো হয় জানেন?
মকরসংক্রান্তির দিন দেশের বিভিন্ন জায়গায় ঘুড়ির প্রতিযোগিতাও হয়। তা শুধু বাংলায় নয়, ভারতের উত্তর ও পশ্চিমের দেশগুলিতে অনেকেই প্রবল আগ্রহ ও উদ্দীপনার সঙ্গে মকরসংক্রান্তি পালন করেন। ঘুড়ি ওড়ানোর প্রথা ভারতের নানা প্রান্তে থাকলেও পশ্চিম ভারতের গুজরাটে এদিন ঘুড়ির উত্সব খুব ধুমধাম করে হয়।
জানেন মকর সংক্রান্তির দিন কেন ঘুড়ি ওড়ানো হয়? এর নেপথ্যে এক ধর্মীয় বিশ্বাস রয়েছে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, মকর সংক্রান্তির দিন ভগবান রামচন্দ্র আকাশে একটি ঘুড়ি উড়িয়েছিলেন। আর সেই কারণেই মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো হয়। এ ছাড়া রামের ওড়ানো সেই ঘুড়ি ইন্দ্রলোকে গিয়েছিল বলেও কথিত আছে। ওই বিশ্বাস থেকেই মকর সংক্রান্তির শুভ দিনে শুরু হয় ঘুড়ি ওড়ানোর রীতি।
এই খবরটিও পড়ুন
ঘুড়ি আশা, খুশি, উল্লাস, স্বাধীনতা এবং শুভ বার্তার প্রতীক। সংক্রান্তির শুভদিনে তাই ঘুড়ি খুশি ও স্বাধীনতার বার্তা বয়ে নিয়ে আসে। মানুষের আশা, আকাঙ্খা, আনন্দ এবং সুখ যেন জীবনে উর্ধ্বমুখী হয়, সেই আশায় মকর সংক্রান্তিতে রঙিন ঘুড়ি আকাশে ওড়ানো হয় বলেও অনেকে বলেন। মানুষের বিশ্বাসের পাশাপাশি এক্ষেত্রে বিজ্ঞানের যোগ রয়েছে। শরীরের জন্য স্বাস্থ্যকর সূর্যের আলো। ত্বক ও হাড়ের জন্যও খুবই উপকারী। তাই ঘুড়ি ওড়ানোর মাধ্যমে যে কোনও ব্যক্তি কয়েক ঘন্টা সূর্যের আলোতে কাটান, তাতে সু-স্বাস্থ্যই লাভ হয়।