সাদা মুক্তোর মত ঝকঝকে দাঁত পেতে কার না ভাললাগে। দাঁত পরিষ্কার করলে শুধুই যে দেখতে ভাল লাগে তা নয়, বাড়ে আত্মবিশ্বাসও। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন টুথপেস্টে এমন কি আছে, যা দাঁতকে ঝকঝকে রাখে। বেশিরভাগই বিজ্ঞাপণে প্রলোভিত হয়ে টুথপেস্ট কিনে আনেন। কিন্তু সত্যিই কি কখনও দেখেছেন যে দাঁত উজ্জ্বল রাখতে আদৌ আপনার টুথপেস্ট কাজ করছে কিনা
টুথপেস্টের মধ্যে এমন কিছু উপাদান আছে যা আমাদের ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে সাহায্য করে। সেই সঙ্গে মুখের দুর্গন্ধ দূর করে। মাড়ি সুস্থ রাখে। যে কোনও রকম সংক্রমণের হাত থেকে দাঁতকে বাঁচায়।
টুথপেস্টের মধ্যে যাতে ফ্লোরাইড থাকে সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন। ফ্লোরাইড দাঁতের ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা করে।
ক্যালসিয়াম কার্বনেট, ডিহাইড্রেটেড সিলিকা জেল এবং হাইড্রেটেড অ্যালুমিনিয়াম অক্সাইড- এই সব উপাদানও যেন থাকে। কারণ দাঁত থেকে ময়লা ঘষে তুলতে এই কয়েকটি উপাদানই কাজে আসে। আর এই সব উপাদান দাঁতের ক্ষতিও করে না।
টুথপেস্টের মিষ্টি স্বাদ আসে স্যাকারিন এবং সরবিটল থাকার জন্য। আর তাই খেয়াল রাখবেন টুথপেস্টের মধ্যে তা যেন বেশি পরিমাণে না থেকে। তাহলে কিন্তু দাঁত দ্রুত ক্ষয়ে যেতে পারে।
টুথপেস্ট কতটা সংবেদনশীল তাও দেখা জরুরি। পটাসিয়াম নাইট্রেট, স্ট্যানাস ফ্লোরাইড এবং স্ট্রন্টিয়াম ক্লোরাইড- এই তিন উপাদান টুথপেস্টের মধ্যে যেন অবশ্যই থাকে। তবেই কিন্তু দাঁত সার্বিক ভাবে সুরক্ষা পাবে। ঠান্ডা-গরমেও কোনও অসুবিধে হবে না।