AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lunch Ideas For Diabetes: রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে লাঞ্চে কী কী খাবেন? জানুন

ডায়াবেটিসে আক্রান্ত যাঁরা, তাঁদের খাবার ও পানীয় বাছাই নিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হয়। খাদ্যাভ্যাসে একটু অসাবধানতায় রক্তে চিনির মাত্রার বাড়িয়ে দিতে পারে। এক্ষেত্রে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে আপনার খাদ্যতালিকায় এই খাবারগুলি অন্তর্ভুক্ত করা উচিত।

| Edited By: | Updated on: Aug 06, 2021 | 11:24 PM
Share
ডায়াবেটিস আক্রান্তদের সুস্থ থাকতে সবার প্রথমে কেমন জীবনধারা গ্রহণ করা হচ্ছে সেই দিকটি বিশেষ নজর দেওয়া উচিত।

ডায়াবেটিস আক্রান্তদের সুস্থ থাকতে সবার প্রথমে কেমন জীবনধারা গ্রহণ করা হচ্ছে সেই দিকটি বিশেষ নজর দেওয়া উচিত।

1 / 7
ব্লাড সুগার থাকলে অবশ্যই খাদ্য পরিকল্পনার করা উচিত। মরসুমি ফল, সবুজ শাকসবজি, শস্য, স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিন-যুক্ত ডায়েট মেনে চলা উচিত। তাতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে ও শরীর সুস্থ থাকবে।

ব্লাড সুগার থাকলে অবশ্যই খাদ্য পরিকল্পনার করা উচিত। মরসুমি ফল, সবুজ শাকসবজি, শস্য, স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিন-যুক্ত ডায়েট মেনে চলা উচিত। তাতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে ও শরীর সুস্থ থাকবে।

2 / 7
সুগারের রোগীকে দুপুরের খাবারে সবুজ শাকসবজি দেওয়া উচিত। লাঞ্চের জন্য পালং শাক, মেথি, ব্রকলি, করলা ইত্যাদি সবজি খেতে পারেন। সবুজ শাকসবজিতে থাকে কম ক্যালোরি ও বেশি পুষ্টি

সুগারের রোগীকে দুপুরের খাবারে সবুজ শাকসবজি দেওয়া উচিত। লাঞ্চের জন্য পালং শাক, মেথি, ব্রকলি, করলা ইত্যাদি সবজি খেতে পারেন। সবুজ শাকসবজিতে থাকে কম ক্যালোরি ও বেশি পুষ্টি

3 / 7
মধ্যাহ্ণভোজে ডাল খাওয়া আবশ্য়িক। ডালে রয়েছে প্রোটিন, পটাসিয়াম, ফাইবার ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির গুণ। এছাড়া গমের রুটি, ওটসের রুটি, মাল্টিগ্রেন রুটি, ব্রাউন রাইস, বার্লি খেতে পারেন।

মধ্যাহ্ণভোজে ডাল খাওয়া আবশ্য়িক। ডালে রয়েছে প্রোটিন, পটাসিয়াম, ফাইবার ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির গুণ। এছাড়া গমের রুটি, ওটসের রুটি, মাল্টিগ্রেন রুটি, ব্রাউন রাইস, বার্লি খেতে পারেন।

4 / 7
শরীর সুস্থ থাকতে ডায়েটে ডিম খাওয়া জরুরি। প্রতিদিন একটি করে ডিম খেলে উপকার হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও অ্য়ামিনো অ্যাসিড।টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে প্রতিদিন ডিম খান।

শরীর সুস্থ থাকতে ডায়েটে ডিম খাওয়া জরুরি। প্রতিদিন একটি করে ডিম খেলে উপকার হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও অ্য়ামিনো অ্যাসিড।টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে প্রতিদিন ডিম খান।

5 / 7
দুপুরে খাওয়ার শেষে এক বাটি দই খেতে পারেন। দইয়ে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন ও পুষ্টির গুণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শরীরের মেদ কমাতে সাহায্য় করে।

দুপুরে খাওয়ার শেষে এক বাটি দই খেতে পারেন। দইয়ে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন ও পুষ্টির গুণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শরীরের মেদ কমাতে সাহায্য় করে।

6 / 7
ননভেজ খেলে লাঞ্চের সময় একটি মাছ রাখুন পাতে। সার্ডিন, হেরিং, রুই, দেশি ছোট মাছ, স্যামন মাছ খেতে পারেন। ডায়াবেটিসে মাছ খুবই উপকারী। হার্টকে ভাল রাখতে মাছ খাওয়া জরুরি।

ননভেজ খেলে লাঞ্চের সময় একটি মাছ রাখুন পাতে। সার্ডিন, হেরিং, রুই, দেশি ছোট মাছ, স্যামন মাছ খেতে পারেন। ডায়াবেটিসে মাছ খুবই উপকারী। হার্টকে ভাল রাখতে মাছ খাওয়া জরুরি।

7 / 7