শরীর সুস্থ রাখতে নিয়ম মেনে খাওয়া-দাওয়া জরুরি। সেই সঙ্গে মেনে চলতে হবে সময়ও। রাতের খাওয়া যেমন সময়ে শেষ করতে হবে তেমনই এই সব খাবার রাতে এড়িয়ে চলতে পারলেই কিন্তু ভাল। রাতের খাবার যতটা সম্ভব হালকা খান, পরামর্শ আয়ুর্বেদের। রাতে আমাদের হজম ক্ষমতা থাকে সবচাইতে কম। আর তাই রাতে যদি এমন খাবার খান যা হজমে সমস্যার সৃষ্টি করে তাতে কিন্তু শরীরে টক্সিনের পরিমাণ বেড়ে যায়। আর্য়ুবেদ বিশেষজ্ঞ রেখা রাধামণি দিচ্ছেন বিশেষ কিছু টিপস। ডিনারে এড়িয়ে চলুন এই সব খাবার, শরীর থাকবে সুস্থ।