Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Valentine’s Day: একলা প্রেমের ভ্যালেন্টাইন, যে ভাবে হবে উদযাপন…

হোক না প্রেম একলা...তবুও উদযাপনে দোষ কি! নিজের মত করেই নিজেকে আজ ভরিয়ে দিন ভালবাসায়

| Edited By: | Updated on: Feb 14, 2022 | 5:57 PM
শহর জুড়ে আজ প্রেমের মরশুম। ফাগুনের প্রথম দিনে প্রেমের উদযাপনে ব্যস্ত রাজপথ। কিন্তু সেই ভিড়ে নিজেকে মিশিয়ে দিতে পারেননি অনেকেই। আর তাই আজ তাঁদের 'একলা' ফাগুন। বাতাসে প্রেম বইলেও মন রঙিন হচ্ছে কই! কিছু ক্ষেত্রে বাধা অবশ্যই পরিস্থিতি আর কিছু প্রেম বড়ই 'ব্যক্তিগত'। বরং সেখানে আমির চাদরে আষ্টেপৃষ্ঠে নিজেকে জড়িয়ে নিতেই বেশি ভাল লাগে। তাই বলে কি প্রেম হবে না? আলবাত হবে। গোলাপ থেকে খুনসুটি- আজ উপহার দিন নিজেকেই। রইল কিছু অন্যরকম ভাবনা।

শহর জুড়ে আজ প্রেমের মরশুম। ফাগুনের প্রথম দিনে প্রেমের উদযাপনে ব্যস্ত রাজপথ। কিন্তু সেই ভিড়ে নিজেকে মিশিয়ে দিতে পারেননি অনেকেই। আর তাই আজ তাঁদের 'একলা' ফাগুন। বাতাসে প্রেম বইলেও মন রঙিন হচ্ছে কই! কিছু ক্ষেত্রে বাধা অবশ্যই পরিস্থিতি আর কিছু প্রেম বড়ই 'ব্যক্তিগত'। বরং সেখানে আমির চাদরে আষ্টেপৃষ্ঠে নিজেকে জড়িয়ে নিতেই বেশি ভাল লাগে। তাই বলে কি প্রেম হবে না? আলবাত হবে। গোলাপ থেকে খুনসুটি- আজ উপহার দিন নিজেকেই। রইল কিছু অন্যরকম ভাবনা।

1 / 6
নিজের জন্যই আজ সাজিয়ে নিন পছন্দের এক কোনা। লাল গোলাপ আর সুগন্ধী মোমবাতিতে মুড়ে ফেলুন চারিপাশ। পছন্দের ফুল এনে রাখুন  আরও কয়েকটি ফুলদানিতে। এবার পছন্দের মিউজিক আর পছন্দের পানীয় হাতে নিয়েই হোক উল্লাস। নিজের সঙ্গেই...

নিজের জন্যই আজ সাজিয়ে নিন পছন্দের এক কোনা। লাল গোলাপ আর সুগন্ধী মোমবাতিতে মুড়ে ফেলুন চারিপাশ। পছন্দের ফুল এনে রাখুন আরও কয়েকটি ফুলদানিতে। এবার পছন্দের মিউজিক আর পছন্দের পানীয় হাতে নিয়েই হোক উল্লাস। নিজের সঙ্গেই...

2 / 6
আজ কাজের থেকে বিরতি নিয়ে একটু না হয় নিজের মত করে ঘুরুন। পছন্দের ওলি-গলি  ঘুরে, ফুচকা-ঝালমুড়ি আর ভাঁড়ের চা খেয়ে ফেরার পথে একগুচ্ছ গোলাপ কিনে বাড়ি ফিরুন। কিংবা কিনতে পারেন পছন্দের কোনও বই।

আজ কাজের থেকে বিরতি নিয়ে একটু না হয় নিজের মত করে ঘুরুন। পছন্দের ওলি-গলি ঘুরে, ফুচকা-ঝালমুড়ি আর ভাঁড়ের চা খেয়ে ফেরার পথে একগুচ্ছ গোলাপ কিনে বাড়ি ফিরুন। কিংবা কিনতে পারেন পছন্দের কোনও বই।

3 / 6
যেতে পারেন কফি ডেটেও। না, পছন্দের কোনও  বন্ধু নয়... আজ আপনার দিন। কফি, কুকিজ, পেস্ট্রিতে কাটান গোটা একটা সন্ধ্যে। ছবি তুলুন, সেলফি তুলুন। আর হ্যাঁ নিজেকে এদিন  সুন্দর করে সাজাতে কিন্তু ভুলবেন না। ফেরার পথে নিজের জন্য পছন্দের কোনও উপহার অবশ্যই কিনবেন।

যেতে পারেন কফি ডেটেও। না, পছন্দের কোনও বন্ধু নয়... আজ আপনার দিন। কফি, কুকিজ, পেস্ট্রিতে কাটান গোটা একটা সন্ধ্যে। ছবি তুলুন, সেলফি তুলুন। আর হ্যাঁ নিজেকে এদিন সুন্দর করে সাজাতে কিন্তু ভুলবেন না। ফেরার পথে নিজের জন্য পছন্দের কোনও উপহার অবশ্যই কিনবেন।

4 / 6
এমন দিনে নিজেকে নিয়ে কোলাহল থেকে দূরে হারিয়ে যেতে চাইলে যেতে পারেন সোলো ট্রিপ। তা হতে পারে পাহাড়, জঙ্গল বা সমুদ্র। কটা দিন একেবারেই নিজের সঙ্গে কাটুক। নিজের ইচ্ছেমত বই পড়া, গান শোনা, গিটারে টুংটাং কিংবা ছবি আঁকা- মন যা চাইছে তাই করুন। নিজেকে বিশ্রাম দিন। দিন-রাতের এই হাজারো ভাবনার থেকে কিন্তু ছুটি চায় মনও।

এমন দিনে নিজেকে নিয়ে কোলাহল থেকে দূরে হারিয়ে যেতে চাইলে যেতে পারেন সোলো ট্রিপ। তা হতে পারে পাহাড়, জঙ্গল বা সমুদ্র। কটা দিন একেবারেই নিজের সঙ্গে কাটুক। নিজের ইচ্ছেমত বই পড়া, গান শোনা, গিটারে টুংটাং কিংবা ছবি আঁকা- মন যা চাইছে তাই করুন। নিজেকে বিশ্রাম দিন। দিন-রাতের এই হাজারো ভাবনার থেকে কিন্তু ছুটি চায় মনও।

5 / 6
একার জন্য রান্না করতে কারই বা ইচ্ছে করে। আমরা কিন্তু নিজের মনকেই সবচেয়ে বেশি করে অবহেলা করি। প্রেমদিবসে তাই নতুন করে ভালবাসুন এই মনকেই। আজ পছন্দের খাবার বানিয়ে নিন বাড়িতেই। তারপর সুন্দর করে সাজিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে খেতে বসুন। খুব তৃপ্তি করে ডিনার উপভোগ করুন। এতেই কিন্তু মন সবচাইতে খুশি হবে

একার জন্য রান্না করতে কারই বা ইচ্ছে করে। আমরা কিন্তু নিজের মনকেই সবচেয়ে বেশি করে অবহেলা করি। প্রেমদিবসে তাই নতুন করে ভালবাসুন এই মনকেই। আজ পছন্দের খাবার বানিয়ে নিন বাড়িতেই। তারপর সুন্দর করে সাজিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে খেতে বসুন। খুব তৃপ্তি করে ডিনার উপভোগ করুন। এতেই কিন্তু মন সবচাইতে খুশি হবে

6 / 6
Follow Us: