রসুন দিয়ে রান্না করলে খাবারের স্বাদ বাড়ে। আর রসুন খেলে শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ে। কিন্তু রসুনের খোসা ছাড়ালে বা রসুনের কোয়া কাটলে হাত দিয়ে বিশ্রী গন্ধ বের হয়। সাবান দিয়ে হাত ধুলেও সহজে গন্ধ যায় না।
রসুনে একাধিক ধরনের সালফার যৌগ রয়েছে। এই সব যৌগ ত্বকের সংস্পর্শে এসে তীব্র হয়ে ওঠে। ফলে, বারবার হাত ধোয়া সত্ত্বেও গন্ধ দূর হতে যায় না। আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে সাহায্য নিন ঘরোয়া প্রতিকারের।
রসুন কাটার সময় হাতে গ্লফস পরে নিন। এতে আপনি রসুনের গন্ধ সহজেই এড়াতে পারবেন। কিন্তু গ্লফস পরে রসুনের কোয়া ছাড়ানো যায় না কিংবা ভাল করে সবজি কাটা যায় না। এক্ষেত্রে আপনাকে এমন প্রতিকার বেছে নিতে হবে, যাতে হাতের গন্ধ চলে যায়।
দাঁত মাজার মাজন এবং মাউথওয়াশ ব্যবহার করতে পারেন হাত থেকে রসুনের গন্ধ দূর করার জন্য। হাতের তালুতে মাজন ঘষে নিন। মাজন ও মাউথওয়াশ একসঙ্গে নিয়ে ৩০ সেকেন্ড হাত ঘষতে পারেন। হাত ধুয়ে নিলেই রসুনের গন্ধ চলে যাবে।
রসুনের খোসা ছাড়ালে নখের ডগায় সবচেয়ে বেশি গন্ধ ছাড়ে। এক্ষেত্রে বেকিং সোডার সাহায্য নিন। ১ চা চামচ নুনের সঙ্গে ২ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এতে অল্প জল দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্ট হাতে ঘষে নিন এবং হালকা গরম জলে হাত ধুয়ে নিন। এতে গন্ধ দূর হয়ে যাবে।
রসুনের গন্ধ দূর করাতে লেবু দারুণ কার্যকর। রসুনের কড়া গন্ধ দূর করতে হাতের তালুতে, বিশেষত নখের ডগায় লেবুর রস ঘষে নিন। তারপর হাত জল দিয়ে ধুয়ে নিলেই গন্ধ চলে যাবে। হাতে কোনও ক্ষত থাকলে কিংবা ত্বক সংবেদনশীল হলে এই প্রতিকার এড়িয়ে যাওয়াই ভাল।
হাত থেকে রসুনের কড়া গন্ধ দূর করতে কফি ব্যবহার করুন। এক চামচ কফির গুঁড়ো নিয়ে হাতে ঘষে নিন। ২-৩ মিনিট ঘষে জল দিয়ে হাত ধুয়ে ফেলুন। এতে হাতের মরা কোষও দূর হয়ে যাবে। আর রসুনের গন্ধও দূর হয়ে যাবে।
রসুন কাটালে যেমন হাত দিয়ে গন্ধ ছাড়ে, তেমনই হাতে আলু ঘষে গন্ধ দূরও হয়ে যাবে। কাঁচা আলুর টুকরো নিয়ে হাতে ভাল করে ঘষে নিন। তারপর জল দিয়ে হাত ধুয়ে নিন। এতে দুর্গন্ধ দূর হয়ে যাবে।