Best Travel Gadgets: ব্যাগে যে 7 গ্যাজেট রাখলে ভ্রমণপিপাসু বাঙালির বেড়ানো জমে ক্ষীর হয়ে যাবে

আপনি কি ঘুরতে ভালবাসেন? বছরভর ব্যস্ততার মাঝে সময় পেলেই একটা লাগেজ নিয়ে বেরিয়ে পড়তে ইচ্ছা করে? তবে কোথাও যাবার আগে সময় নিয়ে পরিকল্পনা করুন। পরিকল্পনা বলতে প্রথমেই যা আসবে, তা হল: যেখানে যাচ্ছেন, সে জায়গাটি সম্পর্কে ভাল করে রিসার্চ করুন।

| Edited By: | Updated on: Nov 27, 2023 | 1:40 PM
TWS ইয়ারবাড (TWS Earbud): ফোন হাতে ধরে কথা বলতে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে হয়। হাতে জিনিসপত্র থাকতে পারে। হাত খালি থাকলে কাজের ক্ষেত্রেও সুবিধে হয়। তাই এই TWS ইয়ারবাড অনেক ক্ষেত্রেই অপরিহার্য হয়ে উঠতে পারে আপনার ভ্রমণে।

TWS ইয়ারবাড (TWS Earbud): ফোন হাতে ধরে কথা বলতে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে হয়। হাতে জিনিসপত্র থাকতে পারে। হাত খালি থাকলে কাজের ক্ষেত্রেও সুবিধে হয়। তাই এই TWS ইয়ারবাড অনেক ক্ষেত্রেই অপরিহার্য হয়ে উঠতে পারে আপনার ভ্রমণে।

1 / 7
ব্লুটুথ স্পিকার (Bluetooth Speaker): বিমানে কিংবা দীর্ঘ যাত্রায় একা ঘুরতে গেলে সময় কাটানোর জন্য সবচেয়ে ভাল উপায় এবং স্ট্রেস বাস্টার হচ্ছে গান শোনা। তাই সঙ্গে ব্লুটুথ স্পিকার রাখতেই হবে।

ব্লুটুথ স্পিকার (Bluetooth Speaker): বিমানে কিংবা দীর্ঘ যাত্রায় একা ঘুরতে গেলে সময় কাটানোর জন্য সবচেয়ে ভাল উপায় এবং স্ট্রেস বাস্টার হচ্ছে গান শোনা। তাই সঙ্গে ব্লুটুথ স্পিকার রাখতেই হবে।

2 / 7
পাওয়ার ব্যাঙ্ক (Power Bank): যে কোনও সময় ফোনের চার্জ শেষ হয়ে যেতে পারে। আর চার্জ দেওয়ার জায়গা না পেলেই তো পড়তে হয় ঝামেলায়। তাই কোথাও ঘুরতে গেলে কোনওভাবেই পাওয়ার ব্যাংক নিতে ভুলে যাবেন না।

পাওয়ার ব্যাঙ্ক (Power Bank): যে কোনও সময় ফোনের চার্জ শেষ হয়ে যেতে পারে। আর চার্জ দেওয়ার জায়গা না পেলেই তো পড়তে হয় ঝামেলায়। তাই কোথাও ঘুরতে গেলে কোনওভাবেই পাওয়ার ব্যাংক নিতে ভুলে যাবেন না।

3 / 7
মিনি ইমার্শান রড (Immersion Rod): এর সাহায্যে কয়েক মিনিটের মধ্যেই জল গরম হয়ে যায়। তাই এই ইমার্শান রড আপনি আপনার তালিকায় রাখতেই পারেন।

মিনি ইমার্শান রড (Immersion Rod): এর সাহায্যে কয়েক মিনিটের মধ্যেই জল গরম হয়ে যায়। তাই এই ইমার্শান রড আপনি আপনার তালিকায় রাখতেই পারেন।

4 / 7
ইলেকট্রিক কেটলি (Electric Kettle): চা-কফি থেকে ম্য়াগি সবটাই বানাতে সঙ্গে রাখতে পারেন ইলেকট্রিক কেটলি।

ইলেকট্রিক কেটলি (Electric Kettle): চা-কফি থেকে ম্য়াগি সবটাই বানাতে সঙ্গে রাখতে পারেন ইলেকট্রিক কেটলি।

5 / 7
অ্যাডাপ্টার (Adapter): ফোন বা পাওয়ার ব্যাঙ্কে চার্জ দেওয়া থেকে শুরু করে, যে কোনও বৈদ্যুতিক কাজের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অনেক ক্ষেত্রেই দেখা যায়, হোটেলে একটি মাত্র প্লাগ রয়েছে। তা থেকে অনেকগুলি কাজ করতে গেলে অ্যাডাপটার প্রয়োজন।

অ্যাডাপ্টার (Adapter): ফোন বা পাওয়ার ব্যাঙ্কে চার্জ দেওয়া থেকে শুরু করে, যে কোনও বৈদ্যুতিক কাজের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অনেক ক্ষেত্রেই দেখা যায়, হোটেলে একটি মাত্র প্লাগ রয়েছে। তা থেকে অনেকগুলি কাজ করতে গেলে অ্যাডাপটার প্রয়োজন।

6 / 7
টর্চ (Tourch): নিরাপত্তার কথা আপনাকে মাথায় রাখতেই হবে। অর্থাৎ সঙ্গে টর্চ রাখতে ভুললে চলবে না।

টর্চ (Tourch): নিরাপত্তার কথা আপনাকে মাথায় রাখতেই হবে। অর্থাৎ সঙ্গে টর্চ রাখতে ভুললে চলবে না।

7 / 7
Follow Us: