দিন কয়েক আগে স্কুল জীবনে ফিরে গেলেন আমির খান। ফেললেন চোখের জল। শেয়ার করলেন মর্মস্পর্শী অভিজ্ঞতার কথা।
স্কুলে পড়ার সময় আমিরের পরিবারে চলছিল অর্থনৈতিক সংকট।
স্কুলের বেতন দিতে পারছিল না আমিরের পরিবার। এদিকে আমিররা অনেক ভাই-বোন।
আমির ছিলেন পরিবারের জ্যেষ্ঠপুত্র। তাঁর দুই ভাই ফাইজ়ল খান, ফারহাত খান ও নিখাত খান একই স্কুলে পড়তেন। স্কুলের বেতন ছিল ক্লাস সিক্সে ৬ টাকা, ক্লাস সেভেনে ৭ টাকা এবং ক্লাস এইটে ৮ টাকা।
পরিবারের আর্থিক অনটনের কারণে স্কুলের বেতন দিতে দেরি হয়ে যেত আমিরের। অ্যাসেম্বলির সময় টিচার নাম ধরে ডাকতেন। আত্মসম্মান মাটিতে মিশে যেত খান ভাই-বোনদের।
আজ কোটি-কোটি টাকার মালিক আমির। একটা সময় এমন পরিস্থিতি দিয়ে গিয়েছেন তিনিও। উঠে দাঁড়িয়েছেন নিজের দমে।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তি পাবে আমির খানের ছবি 'লাল সিং চাড্ডা'। আর মোটে কয়েকদিনের অপেক্ষা।