CWG 2022: কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বইবেন নিখাত-শরথকমল

Commonwealth Games 2022: আজ, সোমবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের শেষ দিন। মাল্টি স্পোর্টস ইভেন্টের শেষ দিনে আলেকজান্ডার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সমাপ্তি অনুষ্ঠান। ভারতের তরফ থেকে সেই সমাপ্তি অনুষ্ঠানে তেরঙ্গা বইবেন এ বারের কমনওয়েলথে সোনাজয়ী মহিলা বক্সার নিখাত জারিন। এবং এ বারের কমনওয়েলথ থেকে জোড়া পদকজয়ী ভারতের সিনিয়র টিটি প্লেয়ার শরথকমল।

| Edited By: | Updated on: Aug 08, 2022 | 4:29 PM
আজ, সোমবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) শেষ দিন। মাল্টি স্পোর্টস ইভেন্টের শেষ দিনে আলেকজান্ডার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সমাপ্তি অনুষ্ঠান। ভারতের তরফ থেকে সেই সমাপ্তি অনুষ্ঠানে তেরঙ্গা বইবেন এ বারের কমনওয়েলথে সোনাজয়ী মহিলা বক্সার নিখাত জারিন (Nikhat Zareen)। এবং এ বারের কমনওয়েলথ থেকে জোড়া পদকজয়ী ভারতের সিনিয়র টিটি প্লেয়ার শরথকমল (Sharath Kamal)। (ছবি-পিটিআই)

আজ, সোমবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) শেষ দিন। মাল্টি স্পোর্টস ইভেন্টের শেষ দিনে আলেকজান্ডার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সমাপ্তি অনুষ্ঠান। ভারতের তরফ থেকে সেই সমাপ্তি অনুষ্ঠানে তেরঙ্গা বইবেন এ বারের কমনওয়েলথে সোনাজয়ী মহিলা বক্সার নিখাত জারিন (Nikhat Zareen)। এবং এ বারের কমনওয়েলথ থেকে জোড়া পদকজয়ী ভারতের সিনিয়র টিটি প্লেয়ার শরথকমল (Sharath Kamal)। (ছবি-পিটিআই)

1 / 6
সংবাদসংস্থা পিটিআইকে ভারতীয় দলের শেফ ডি মিশন জানিয়েছেন, নিখাত জারিন ও শরথকমল ভারতের হয়ে কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বইবেন। (ছবি-পিটিআই)

সংবাদসংস্থা পিটিআইকে ভারতীয় দলের শেফ ডি মিশন জানিয়েছেন, নিখাত জারিন ও শরথকমল ভারতের হয়ে কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বইবেন। (ছবি-পিটিআই)

2 / 6
ভারতের তারকা প্যাডলার শরথকমল ৪০ এও যে ফুরিয়ে যাননি, তার প্রমাণ দিলেন বার্মিংহ্যামে। টেবল টেনিসে ভারতের অন্যতম সফল তারকা হলেন অচিন্ত্য শরথকমল। (ছবি-পিটিআই)

ভারতের তারকা প্যাডলার শরথকমল ৪০ এও যে ফুরিয়ে যাননি, তার প্রমাণ দিলেন বার্মিংহ্যামে। টেবল টেনিসে ভারতের অন্যতম সফল তারকা হলেন অচিন্ত্য শরথকমল। (ছবি-পিটিআই)

3 / 6
বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে শরথকমল এখনও অবধি দুটি সোনার পদক ও ১টি রুপোর পদক পেয়েছেন। পুরুষদের দলগত ইভেন্টে ২ অগস্ট সোনা জিতেছিলেন তিনি। এরপর ৭ অগস্ট পুরুষদের ডাবলসে সোনা জেতেন। এবং রবিরাতে মিক্সড ডাবলসে সৃজা আকুলার সঙ্গে সোনার পদক জিতেছেন তিনি। আর আজ তিনি পুরুষদের সিঙ্গলসের ফাইনালে খেলবেন। (ছবি-পিটিআই)

বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে শরথকমল এখনও অবধি দুটি সোনার পদক ও ১টি রুপোর পদক পেয়েছেন। পুরুষদের দলগত ইভেন্টে ২ অগস্ট সোনা জিতেছিলেন তিনি। এরপর ৭ অগস্ট পুরুষদের ডাবলসে সোনা জেতেন। এবং রবিরাতে মিক্সড ডাবলসে সৃজা আকুলার সঙ্গে সোনার পদক জিতেছেন তিনি। আর আজ তিনি পুরুষদের সিঙ্গলসের ফাইনালে খেলবেন। (ছবি-পিটিআই)

4 / 6
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ফেভারিট হিসেবেই নেমেছিলেন ভারতের তারকা বক্সার নিখাত জারিন। মহিলাদের ৫০ কেজি লাইট ফ্লাইওয়েট বক্সিংয়ে রবিবার, ৭ অগস্ট সোনা জিতেছেন নিখাত। (ছবি-পিটিআই)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ফেভারিট হিসেবেই নেমেছিলেন ভারতের তারকা বক্সার নিখাত জারিন। মহিলাদের ৫০ কেজি লাইট ফ্লাইওয়েট বক্সিংয়ে রবিবার, ৭ অগস্ট সোনা জিতেছেন নিখাত। (ছবি-পিটিআই)

5 / 6
এ বারের কমনওয়েলথের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বয়েছিলেন তারকা শাটলার পিভি সিন্ধু এবং পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং। (ছবি-পিটিআই)

এ বারের কমনওয়েলথের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বয়েছিলেন তারকা শাটলার পিভি সিন্ধু এবং পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং। (ছবি-পিটিআই)

6 / 6
Follow Us: