আলিয়া ভাটের চাহিদা এখন তুঙ্গে। সোশ্যাল মিডিয়া হোক বা ছবির পর্দা, কম বয়সে এত উন্নতি খুব কম স্টারেরই হয়েছে বলেই দাবি নেটপাড়ার একাংশের। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর প্রতিটা পোস্ট। সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়।
সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী চাহিদার নিরিখে তিনি ব্র্যান্ডের কাছে এখন প্রথম দশের মধ্যে এক। ফলে আলিয়া ভাট মানেই এখন হিট। সেই সুবাদেই তাঁর এক এক সোশ্যাল পোস্টের দাম বাড়ছে চরচরিয়ে।
একটি ইনস্টা পোস্ট থেকে আলিয়া ভাট বর্তমানে আয় করে থাকেন ৮৫ লাখ থেকে এক কোটি টাকা। যা দিয়ে শহরের বুকে একটি বিলাসবহুল ফ্ল্যাট বা একাধিক দামী গাড়ি হয়ে যাবে।
তাঁর মোট ব্র্যান্ড ভ্যালুয়েশন বর্তমানে ৫৪০ কোটি টাকারও বেশি। সম্প্রতি এই তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি, যার মূল্য ১৮৫.৭ মিলিয়ান। রয়েছেন অক্ষয় কুমার, রণবীর সিংও।
সদ্য মুক্তি পেয়েছে আলিয়া ভাটের ছবি ডার্লিংস। বিগ স্ক্রিন নয়, ওটিটি-তেই মুক্তি পেয়েছে এই ছবি। চলতি বছরে এই নিয়ে আলিয়ার দ্বিতীয় ছবি মুক্তি পেল। এখন অপেক্ষার পালা ব্রহ্মাস্ত্র ছবির।
৮ অগস্টই মুক্তি পেল ছবির দ্বিতীয় গান। যেখানে রোম্যান্সে মজে উঠতে দেখা গেল রণবীর-আলিয়াকে। রিল লাইফে এই সমীকরণ বেশ নজর কাড়ল ভক্তদের।