IND vs AUS, BGT 2023: বিয়ের পর প্রথম ম্যাচ, ২২ গজে ফিরে রাহুল-অক্ষররা কত মার্কস পেলেন?
KL Rahul and Axar Patel: নাগপুরে চলছে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্ট। টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার বিয়ের পর এই সিরিজে জাতীয় দলে ফিরেছেন। ভারতীয় দলের নতুন বিবাহিত সদস্যদের মধ্যে রয়েছেন কেএল রাহুল ও অক্ষর প্যাটেল। বিয়ের জন্য দিনকয়েকের ছুটি নিয়েছিলেন এই দুই তারকা। জীবনের নতুন ইনিংস শুরু করার পর, ২২ গজে কেমন কামব্যাক কেমন হল রাহুল ও অক্ষরের? প্রমাণ মিলছে চলতি নাগপুর টেস্টে।
Most Read Stories