Jagannath Rath Yatra 2024: রথযাত্রার পর জগন্নাথের রথের কাঠগুলি কোন কাজে ব্যবহৃত হয়, সত্যিটা জানুন না অনেকেই
Hindu Festival: ক্যালেন্ডার মতে,প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই যাত্রা শুরু হয়। এই উৎসবের সময় ভগবান জগন্নাথ, তাঁর বোন সুভদ্রা ও ভাই বলভদ্র তিন তিনটে রথে চড়ে মাসির বাড়িতে যান। উল্টোরথের পর সেই রথগলির কী পরিস্থিতি হয়? প্রথা মেনে প্রতিবার,ভগবান জগন্নাথের রথের ১৬টি চাকা, বলভদ্রের রথে ১টি চাকা ও সুভদ্রার রথে ১২টি চাকার রথনির্মাণ করা হয়। হলুদ, সবুজ ও নীল রঙের আবরণ দিয়ে তৈরি রথ তৈরির প্রক্রিয়া শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকেই। প্রতিটি রথের কাঠামো তৈরি হয় নিমকাঠ দিয়ে।
Most Read Stories