Ajinkya Rahane: উকিঁ দিচ্ছে রাধিকার বেবি বাম্প, সুখবর শোনালেন রাহানে
ভারতীয় দল থেকে বর্তমানে দূরে রয়েছেন ভারতের তারকা ব্যাটার অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। আইপিএলের শেষের দিকে চোটের কারণে কেকেআরের হয়ে আর খেলতে পারেননি রাহানে। এরপর রিহ্যাব কাটিয়েছেন এনসিএতে। এরই মধ্যে সুখবর শোনালেন জিঙ্কস। চলতি বছরের অক্টোবরে রাহানের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ইন্সটাগ্রামে এই খবর জানিয়েছেন রাহানে ও রাধিকা। মেয়ে আর্যাকে নিয়ে সস্ত্রীক রাহানে একখানা মিষ্টি ছবি পোস্ট করেছেন। যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে রাধিকার বেবি বাম্প। তার পর থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন অজিঙ্ক-রাধিকা।
Most Read Stories