CWG 2022: কমনওয়েলথে ইতিহাস, অন্নুর বর্শায় বিঁধল ব্রোঞ্জ

Commonwealth Games 2022: বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসের দশম দিনে ভারতকে মহিলাদের জ্যাভলিন থ্রো থেকে ব্রোঞ্জ এনে দিলেন অন্নু রানি। তিনিই প্রথম ভারতীয় মহিলা জ্যাভলিন থ্রোয়ার, যিনি কমনওয়েলথে দেশকে পদক এনে দিলেন। ফাইনালে চতুর্থ বারের থ্রো-তে ৬০ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ জিতে ইতিহাসের পাতায় নাম তুলেছেন অন্নু রানি।

| Edited By: | Updated on: Aug 07, 2022 | 6:57 PM
বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) দশম দিনে ভারতকে মহিলাদের জ্যাভলিন থ্রো থেকে ব্রোঞ্জ এনে দিলেন অন্নু রানি (Annu Rani)। তিনিই প্রথম ভারতীয় মহিলা জ্যাভলিন থ্রোয়ার, যিনি কমনওয়েলথে দেশকে পদক এনে দিলেন। (ছবি-টুইটার)

বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) দশম দিনে ভারতকে মহিলাদের জ্যাভলিন থ্রো থেকে ব্রোঞ্জ এনে দিলেন অন্নু রানি (Annu Rani)। তিনিই প্রথম ভারতীয় মহিলা জ্যাভলিন থ্রোয়ার, যিনি কমনওয়েলথে দেশকে পদক এনে দিলেন। (ছবি-টুইটার)

1 / 5
মহিলাদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে চতুর্থ বারের থ্রো-তে ৬০ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ জিতে ইতিহাসের পাতায় নাম তুলেছেন অন্নু রানি। প্রথম থ্রো-তে অন্নু ছুড়েছিলেন ৫৫.৬১ মিটার। পঞ্চম বারের প্রয়াতে তিনি ছোড়েন ৫৮.১৫ মিটার। তাঁর দ্বিতীয়, তৃতীয় ও ষষ্ঠ থ্রো বাতিল হয়। (ছবি-টুইটার)

মহিলাদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে চতুর্থ বারের থ্রো-তে ৬০ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ জিতে ইতিহাসের পাতায় নাম তুলেছেন অন্নু রানি। প্রথম থ্রো-তে অন্নু ছুড়েছিলেন ৫৫.৬১ মিটার। পঞ্চম বারের প্রয়াতে তিনি ছোড়েন ৫৮.১৫ মিটার। তাঁর দ্বিতীয়, তৃতীয় ও ষষ্ঠ থ্রো বাতিল হয়। (ছবি-টুইটার)

2 / 5
অন্নু রানি ছাড়া মহিলাদের জ্যাভলিন থ্রো-তে ভারতের অপর মহিলা জ্যাভলিন থ্রোয়ার শিল্পা রানিও অংশ নিয়েছিলেন। তিনি শেষ করেন ৭ নম্বরে। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কেলসি লি বারবার ৬৪.৪৩ মিটার থ্রো করে সোনা জিতেছেন। এবং অস্ট্রেলিয়ার ম্যাকেঞ্জি লিটল ৬৪.২৭ মিটার থ্রো করে রুপো পেয়েছেন। (ছবি-টুইটার)

অন্নু রানি ছাড়া মহিলাদের জ্যাভলিন থ্রো-তে ভারতের অপর মহিলা জ্যাভলিন থ্রোয়ার শিল্পা রানিও অংশ নিয়েছিলেন। তিনি শেষ করেন ৭ নম্বরে। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কেলসি লি বারবার ৬৪.৪৩ মিটার থ্রো করে সোনা জিতেছেন। এবং অস্ট্রেলিয়ার ম্যাকেঞ্জি লিটল ৬৪.২৭ মিটার থ্রো করে রুপো পেয়েছেন। (ছবি-টুইটার)

3 / 5
অন্নু রানির আগে কমনওয়েলথ গেমস থেকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে ভারতকে পদক এনে দিয়েছেন নীরজ চোপড়া ও কাশীনাথ নায়েক। ২০১০ সালে কমনওয়েলথে পুরুষদের জ্যাভলিনে কাশীনাথ পেয়েছিলেন ব্রোঞ্জ। আর ২০১৮ সালে গোল্ড কোস্টে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। (ছবি-টুইটার)

অন্নু রানির আগে কমনওয়েলথ গেমস থেকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে ভারতকে পদক এনে দিয়েছেন নীরজ চোপড়া ও কাশীনাথ নায়েক। ২০১০ সালে কমনওয়েলথে পুরুষদের জ্যাভলিনে কাশীনাথ পেয়েছিলেন ব্রোঞ্জ। আর ২০১৮ সালে গোল্ড কোস্টে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। (ছবি-টুইটার)

4 / 5
উল্লেখ্য, কমনওয়েলথ গেমসে জ্যাভলিন থেকে ভারতকে প্রথম পদক এনে দেওয়া কাশীনাথ নায়েকই ছিলেন অন্নু রানির প্রথম কোচ।  (ছবি-টুইটার)

উল্লেখ্য, কমনওয়েলথ গেমসে জ্যাভলিন থেকে ভারতকে প্রথম পদক এনে দেওয়া কাশীনাথ নায়েকই ছিলেন অন্নু রানির প্রথম কোচ। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: