Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asia Cup 2022: আফগান মহিলা সমর্থককে ঘিরে তুমুল হইচই নেটদুনিয়ায়

ক্রিকেট ম্যাচ চলাকালীন গ্যালারিতে গলা ফাটান একাধিক দলের সমর্থকরা। তাদেরই মধ্যে আবার কেউ কেউ ভাইরাল হয়ে যান। চলতি এশিয়া কাপেও তার অন্যথা হচ্ছে না। উপমহাদেশীয় লড়াইয়ের গ্রুপ-এ-তে রয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মহম্মদ নবির দল ৭ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। শারজায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মধ্যে। আর সেই ম্যাচ চলাকালীন গ্যালারিতে নজর কেড়েছেন এক সুন্দরী আফগান রমণী। বলা ভালো সেই আফগান সুন্দরী ভাইরাল হয়ে গিয়েছেন।

| Edited By: | Updated on: May 23, 2023 | 1:06 PM
ক্রিকেট ম্যাচ চলাকালীন গ্যালারিতে গলা ফাটান একাধিক দলের সমর্থকরা। তাদেরই মধ্যে আবার কেউ কেউ ভাইরাল হয়ে যান। চলতি এশিয়া কাপেও (Asia Cup 2022) তার অন্যথা হচ্ছে না। উপমহাদেশীয় লড়াইয়ের গ্রুপ-এ-তে রয়েছে আফগানিস্তান (Afghanistan)। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মহম্মদ নবির দল ৭ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। শারজায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মধ্যে। আর সেই ম্যাচ চলাকালীন গ্যালারিতে নজর কেড়েছেন এক সুন্দরী আফগান রমণী। বলা ভালো সেই আফগান সুন্দরী ভাইরাল হয়ে গিয়েছেন। (ছবি- ওয়াজমা আয়োবি টুইটার)

ক্রিকেট ম্যাচ চলাকালীন গ্যালারিতে গলা ফাটান একাধিক দলের সমর্থকরা। তাদেরই মধ্যে আবার কেউ কেউ ভাইরাল হয়ে যান। চলতি এশিয়া কাপেও (Asia Cup 2022) তার অন্যথা হচ্ছে না। উপমহাদেশীয় লড়াইয়ের গ্রুপ-এ-তে রয়েছে আফগানিস্তান (Afghanistan)। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মহম্মদ নবির দল ৭ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। শারজায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মধ্যে। আর সেই ম্যাচ চলাকালীন গ্যালারিতে নজর কেড়েছেন এক সুন্দরী আফগান রমণী। বলা ভালো সেই আফগান সুন্দরী ভাইরাল হয়ে গিয়েছেন। (ছবি- ওয়াজমা আয়োবি টুইটার)

1 / 5
চলতি এশিয়া কাপে গ্যালারিতে উষ্ণতা ছড়ানোর পর, টুইটারে ঝড় তুলেছেন আফগান ক্রিকেট দলের এক মহিলা সমর্থক। তাঁর নাম ওয়াজমা আয়োবি (Wazhma Ayoubi)। নিজের সোশ্যাল মিডিয়ায় ওয়াজমা আফগানিস্তানের পতাকা হাতে নিয়ে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখেন, "শুভেচ্ছা ব্লু টাইগার।" সেই ছবিই হুহু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। (ছবি- ওয়াজমা আয়োবি ইন্সটাগ্রাম)

চলতি এশিয়া কাপে গ্যালারিতে উষ্ণতা ছড়ানোর পর, টুইটারে ঝড় তুলেছেন আফগান ক্রিকেট দলের এক মহিলা সমর্থক। তাঁর নাম ওয়াজমা আয়োবি (Wazhma Ayoubi)। নিজের সোশ্যাল মিডিয়ায় ওয়াজমা আফগানিস্তানের পতাকা হাতে নিয়ে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখেন, "শুভেচ্ছা ব্লু টাইগার।" সেই ছবিই হুহু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। (ছবি- ওয়াজমা আয়োবি ইন্সটাগ্রাম)

2 / 5
নেটদুনিয়ায় সুন্দরী ওয়াজমাকে নিয়ে তুমুল আলোচনা চলছে। রাতারাতি লাইমলাইটে আসা ওয়াজমা বলছেন, "আমি যে ভালোবাসা ও সমর্থন পাচ্ছি বিশেষ করে ভারতের কাছ থেকে তার জন্য কৃতজ্ঞ। ভারত আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো। আমি ওখানকার মানুষদের ভালোবাসি, ওখানকার খাবার, সংস্কৃতি এবং নিঃসন্দেহে বলিউডকেও ভালোবাসি।" (ছবি- ওয়াজমা আয়োবি ইন্সটাগ্রাম)

নেটদুনিয়ায় সুন্দরী ওয়াজমাকে নিয়ে তুমুল আলোচনা চলছে। রাতারাতি লাইমলাইটে আসা ওয়াজমা বলছেন, "আমি যে ভালোবাসা ও সমর্থন পাচ্ছি বিশেষ করে ভারতের কাছ থেকে তার জন্য কৃতজ্ঞ। ভারত আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো। আমি ওখানকার মানুষদের ভালোবাসি, ওখানকার খাবার, সংস্কৃতি এবং নিঃসন্দেহে বলিউডকেও ভালোবাসি।" (ছবি- ওয়াজমা আয়োবি ইন্সটাগ্রাম)

3 / 5
২৮ বছরের আফগান সুন্দরী ওয়াজমার নিজের দেশ আফগানিস্তানের পর, দ্বিতীয় প্রিয় দল ভারত। তাই তিনি বলেন, "ভারত বনাম আফগানিস্তান ম্যাচ হলে আমি নিশ্চই দেখতে যাব। আফগানিস্তানের পর ভারতই আমার দ্বিতীয় প্রিয় দল। ট্রফি এ বার আমাদের দেশে আসুক, না হলে ভারতে যাক। দুই দলের যে কেউ জিতলেই আমি সেলিব্রেট করব।" (ছবি- ওয়াজমা আয়োবি টুইটার)

২৮ বছরের আফগান সুন্দরী ওয়াজমার নিজের দেশ আফগানিস্তানের পর, দ্বিতীয় প্রিয় দল ভারত। তাই তিনি বলেন, "ভারত বনাম আফগানিস্তান ম্যাচ হলে আমি নিশ্চই দেখতে যাব। আফগানিস্তানের পর ভারতই আমার দ্বিতীয় প্রিয় দল। ট্রফি এ বার আমাদের দেশে আসুক, না হলে ভারতে যাক। দুই দলের যে কেউ জিতলেই আমি সেলিব্রেট করব।" (ছবি- ওয়াজমা আয়োবি টুইটার)

4 / 5
আফগান সুন্দরী ওয়াজমা তাঁর দেশের ক্রিকেটারদের মধ্য়ে সব চেয়ে বেশি পছন্দ করেন রশিদ খানকে। আর ভারতীয় প্লেয়ারদের মধ্যে ওয়াজমার প্রিয় ক্রিকেটাররা হলেন - মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলি। (ছবি- ওয়াজমা আয়োবি টুইটার)

আফগান সুন্দরী ওয়াজমা তাঁর দেশের ক্রিকেটারদের মধ্য়ে সব চেয়ে বেশি পছন্দ করেন রশিদ খানকে। আর ভারতীয় প্লেয়ারদের মধ্যে ওয়াজমার প্রিয় ক্রিকেটাররা হলেন - মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলি। (ছবি- ওয়াজমা আয়োবি টুইটার)

5 / 5
Follow Us: