Brandon Starc: দাদা-বৌদি বিখ্যাত ক্রিকেটার, কমনওয়েলথে ছেয়ে রইলেন ছোটো ভাই

Mitchell Starc's brother: স্টার্ক পরিবার, স্পোর্টিং পরিবার। অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার মিচেল স্টার্কের ভাই ব্রেন্ডন এখন সংবাদের শিরোনামে। দাদা বাইশ গজের কান্ডারি। বৌদি এলিসা হিলি বিশ্বকাপজয়ী ক্রিকেটার। সেই পরিবারের ছেলে ব্রেন্ডন ওদেশের তারকা অ্যাথলিট। কমনওয়েলথ গেমসে হাই জাম্পে একাধিকবারের পদকজয়ী।

| Edited By: | Updated on: Aug 08, 2022 | 7:00 AM
স্টার্ক পরিবার, স্পোর্টিং পরিবার। অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার মিচেল স্টার্কের ভাই ব্রেন্ডন এখন সংবাদের শিরোনামে। দাদা বাইশ গজের কান্ডারি। বৌদি এলিসা হিলি বিশ্বকাপজয়ী ক্রিকেটার। সেই পরিবারের ছেলে ব্রেন্ডন ওদেশের তারকা অ্যাথলিট।  কমনওয়েলথ গেমসে হাই জাম্পে একাধিকবারের পদকজয়ী। (ছবি: ইনস্টাগ্রাম)

স্টার্ক পরিবার, স্পোর্টিং পরিবার। অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার মিচেল স্টার্কের ভাই ব্রেন্ডন এখন সংবাদের শিরোনামে। দাদা বাইশ গজের কান্ডারি। বৌদি এলিসা হিলি বিশ্বকাপজয়ী ক্রিকেটার। সেই পরিবারের ছেলে ব্রেন্ডন ওদেশের তারকা অ্যাথলিট। কমনওয়েলথ গেমসে হাই জাম্পে একাধিকবারের পদকজয়ী। (ছবি: ইনস্টাগ্রাম)

1 / 6
২০১০ সাল থেকে অস্ট্রেলিয়াকে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করছেন ব্রেন্ডন। গোল্ড কোস্ট কমনওয়েলথে হাই জাম্পে সোনা জিতেছিলেন। বার্মিংহ্যামে শেষ করলেন রুপোর পদকে। (ছবি: ইনস্টাগ্রাম)

২০১০ সাল থেকে অস্ট্রেলিয়াকে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করছেন ব্রেন্ডন। গোল্ড কোস্ট কমনওয়েলথে হাই জাম্পে সোনা জিতেছিলেন। বার্মিংহ্যামে শেষ করলেন রুপোর পদকে। (ছবি: ইনস্টাগ্রাম)

2 / 6
বার্মিংহ্যামে হাই জাম্পে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের তেজস্বিন শঙ্কর। সেই ইভেন্টেই রুপো পান মিচেল স্টার্কের ভাই। ২.২৫ মিটার উঁচুতে লাফ দিয়ে মেডেল জেতেন।  (ছবি: ইনস্টাগ্রাম)

বার্মিংহ্যামে হাই জাম্পে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের তেজস্বিন শঙ্কর। সেই ইভেন্টেই রুপো পান মিচেল স্টার্কের ভাই। ২.২৫ মিটার উঁচুতে লাফ দিয়ে মেডেল জেতেন। (ছবি: ইনস্টাগ্রাম)

3 / 6
গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে এ যাবৎ কেরিয়ারের সেরা সাফল্য ব্রেন্ডনের। সেবার ২.৩২ মিটার উঁচুতে লাফ দিয়ে সোনার পদক জিতেছিলেন। (ছবি: ইনস্টাগ্রাম)

গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে এ যাবৎ কেরিয়ারের সেরা সাফল্য ব্রেন্ডনের। সেবার ২.৩২ মিটার উঁচুতে লাফ দিয়ে সোনার পদক জিতেছিলেন। (ছবি: ইনস্টাগ্রাম)

4 / 6
গতবছর টোকিও অলিম্পিক থেকে খালি হাতে ফিরতে হয়েছিল ব্রেন্ডনকে। হাই জাম্পের ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেন। (ছবি: ইনস্টাগ্রাম)

গতবছর টোকিও অলিম্পিক থেকে খালি হাতে ফিরতে হয়েছিল ব্রেন্ডনকে। হাই জাম্পের ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেন। (ছবি: ইনস্টাগ্রাম)

5 / 6
ক্রিকেটের পরিবেশে বড় হলেও ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভবিষ্যৎ বেছেছেন ব্রেন্ডন স্টার্ক। ২০১০ সালে যুব অলিম্পিক দিয়ে কেরিয়ারের শুরু। ব্রেন্ডনের লক্ষ্য অস্ট্রেলিয়াকে অলিম্পিক মেডেল দেওয়া। (ছবি: ইনস্টাগ্রাম)

ক্রিকেটের পরিবেশে বড় হলেও ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভবিষ্যৎ বেছেছেন ব্রেন্ডন স্টার্ক। ২০১০ সালে যুব অলিম্পিক দিয়ে কেরিয়ারের শুরু। ব্রেন্ডনের লক্ষ্য অস্ট্রেলিয়াকে অলিম্পিক মেডেল দেওয়া। (ছবি: ইনস্টাগ্রাম)

6 / 6
Follow Us: